বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপে অংশ নিতে আর কোনও বাধা থাকলো না মোহনবাগানের। বিগত বেশ কয়েকদিন ধরেই অনুশীলনের মাঠ সহ বেশ কয়েকটি সমস্যা নিয়ে ডুরান্ডের আয়োজক অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর কাছে একাধিক আবেদন জানিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান।
এবার সেই আবেদন মতোই কাজ হয়েছে। শোনা যাচ্ছে, বাগানের তরফে পাওয়া 4 শর্তই মেনে নিয়েছে ভারতীয় সেনা। কাজেই অনুশীলন সংক্রান্ত সমস্যার পাশাপাশি ভক্তদের টিকিট নিয়ে যাবতীয় সমস্যা এবার মিটতে চলেছে। ফলে, ডুরান্ড কাপে মোহনবাগানের অংশগ্রহণের রাস্তাটা অনেকটাই সহজ হল বলা যায়।
বাগানের 4 শর্তই মেনে নিল ভারতীয় সেনা
একেবারে শুরু থেকেই ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়ে দোনোমোনো করছিল মোহনবাগান। কারণটা অবশ্য একটা নয়। একেবারে চার চারটি কারণ নিয়েই ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে পিছিয়ে আসছিল সবুজ মেরুন। প্রথমত দলের ছেলেদের অনুশীলনের জন্য বেশ খানিকটা ভোগান্তি পোহাতে হচ্ছিল মোহনবাগানকে।
জানা যায়, যুবভারতীর মাঠ হাতে না পাওয়ায় রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের ময়দানে বাধ্য হয়েই অনুশীলন সারতে হচ্ছিল সবুজ মেরুন বাহিনীকে। তবে সেই সমস্যার মধ্যেও ডুরান্ড আয়োজকদের কাছে 4 শর্তের আবেদন জানিয়েছিল ইস্টবেঙ্গল প্রতিবেশী। এবার সেই দাবি রাখল ডুরান্ড কাপ উদ্যোক্তারা।
প্রথমেই বলি, ডুরান্ড কাপে খেলার আগে ভারতীয় সেনাবাহিনীর কাছে মাঠ সহ মোট চার শর্ত রেখেছিল মোহনবাগান। সেগুলির মধ্যে প্রথমেই ছিল, ঘরের মাঠ অর্থাৎ যুবভারতীতে বাগানের ছেলেদের অনুশীলন করতে দেওয়া হোক। সবুজ মেরুনের দ্বিতীয় শর্ত ছিল, ডুরান্ড কাপের সূচিতে বদল আসুক, শোনা যাচ্ছে সেই দাবি মেনে নিয়েছে ভারতীয় সেনা।
শুধু তাই নয়, এর পাশাপাশি মোহনবাগান দাবি করেছিল ডুরান্ড কাপের টিকিট নিয়ে প্রতিবারই কর্তৃপক্ষের সাথে ঝামেলায় জড়াতে হয়, তাই এবছর যেন টিকিট সংক্রান্ত কোনও সমস্যা না দেখা দেয়। একই সাথে কমপ্লিমেন্টারি টিকিটেরও ব্যবস্থা করতে বলেছিল সবুজ মেরুন। এবং সবশেষে প্রশাসনিক দাবি রেখেছিল মোহনবাগান। বাগান বলছে, সেনাবাহিনীর উদ্দেশ্যে পাঠানো চারটি শর্তই মেনে নিয়েছে তারা। কাজেই ডুরান্ড কাপে খেলতে এখন আর সমস্যা হওয়ার কথা নয় কলকাতা ময়দানের এই প্রধানের।
অবশ্যই পড়ুন: সিন্ধু চুক্তির পর আরেক বাঁধ! পাকিস্তানকে আরও কাঁদাতে ৩,১১৯ কোটির ঋণ নিচ্ছে ভারত
মোহনবাগানের সমস্যা অন্য জায়গায়!
মাঠ সহ মোট চার সমস্যা থেকে আপাতত নিস্তার পেয়েছে মোহনবাগান। তবে শোনা যাচ্ছে, বাকি সব দিক ঠিক থাকলেও ডুরান্ড কাপের ময়দানে বিদেশি ছাড়াই নামতে হবে সবুজ মেরুনকে। কেননা ইতিমধ্যেই, ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ভারতীয় ফুটবলে বিদেশি কমাতে চায় তারা। মূলত সেই সিদ্ধান্তে মদত দিয়েই সম্প্রতি ফেডারেশনকে একটি চিঠি দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের সিইও।
আর সেই চিঠিতেই, বলা হয়েছে ডুরান্ড কাপ থেকেই এমন নিয়ম চালু করা হোক। যত দ্রুত সম্ভব সব দলকেই বিদেশি ছাড়া সেনাবাহিনীর প্রতিযোগিতায় নামতে বলা হোক। তবে যদি শেষ পর্যন্ত ফেডারেশনের তরফে এমন নির্দেশ আসে, সেক্ষেত্রে সব দল সেই দাবি মেনে নিবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |