ক্রমে প্রচারের আড়ালে সোনারপুরের ফারদিন

Published on:

mohammad fardin ali molla (1)

প্রীতম সাঁতরাঃ প্রথম একাদশ বাছতেই হিমশিম খাচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কোচ হোসে মোলিনা (Jose Molina)। তারকাখচিত দলের পারফরম্যান্স বলার মতো নয়। কোচ পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন নামী ফুটবলারদের নিয়ে। দলের রিজার্ভ বেঞ্চও কম শক্তিশালী নয়। কলকাতা ফুটবল লিগে খেলা অনেক তরুণ ফুটবলার মোলিনার প্রথম একাদশে থাকার দাবিদার। কিন্তু সুযোগ আর আসছে কোথায়? সিনিয়র দলে সুযোগ না পেয়ে ক্রমে আলোচনার বাইরে চলে যাচ্ছেন এক বাঙালি ফরোয়ার্ড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফারদিন আলি মোল্লা

কথা হচ্ছে ফারদিন আলি মোল্লা (Fardin Ali Molla) সম্পর্কে। মরশুম কয়েক আগেই নজর কেড়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই উদীয়মান ফুটবলার। অভিজ্ঞতা কোচ এন্টোনিও লোপেজ হাবাসও মুগ্ধ হয়েছিলেন ফারদিনের খেলায়। মোটের ওপর পেশাদার ক্লাব কেরিয়ারের শুরুটা ভালো করেছিলেন ফারদিন আলি মোল্লা।

রিজার্ভ বেঞ্চেও হচ্ছে না জায়গা

মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দর আমলেও মাঝেমধ্যে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ফারদিন। এখন ক্লাবের সিনিয়র দল থেকে অনেকটাই দূরে। রিজার্ভ বেঞ্চেও জায়গা হচ্ছে না তাঁর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন ফারদিন

সুনীল ছেত্রীর পর ভারতের মেইন স্ট্রাইকার কে হবেন তার খোঁজ এখনও চলছে। মোহনবাগানেই রয়েছেন দুই গোলস্কোরার। একজন সুহেল আহমেদ ভাট, অন্যজন ফারদিন আলি মোল্লা। সুহেল গত মরশুমের মতো এই মরশুমের শুরুতেও গোল করেছেন। কলকাতা ফুটবল লিগে লাগাতার গোল করে ঢুকে পড়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে। তাঁকে দ্রুত সিনিয়র দলে ডেকে নিয়েছিলেন হোসে মোলিনা। সিনিয়র দলে ডাক পাওয়ার পর গেম টাইম কমেছে সুহেলের। কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ সুযোগ পেলেই কিছু করে দেখানোর চেষ্টা করেছিলেন ফারদিন আলি মোল্লা। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিলেন। বাগান আক্রমণভাগে বিদেশি ফুটবলারদের ভিড়। ফারদিনদের মতো তরুণ ফুটবলাররা আপাতত সুযোগ পাওয়ার অপেক্ষায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group