দল ছাড়ছেন স্টুয়ার্ট! মোহনবাগানের ভরসা এখন এই ব্রাজিলিয়ান, শীঘ্রই হতে পারে চুক্তি

Published:

Mohun Bagan SG may sign Brazilian Robson if Greg Stewart leaves the team
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ঝড় উঠেছিল, মোহনবাগানে (Mohun Bagan SG) আসতে পারেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। যদিও পরবর্তীতে সেই জল্পনা খুব একটা আমলে নেননি কেউই। জানা গিয়েছিল, বাগান কোচ মোলিনার কম্বিনেশনের সাথে নাকি একেবারেই যান না রবসন, তাই তাঁকে দলে নেওয়ার কথা মোটেও ভাবছে মোহনবাগান।

এমতাবস্থায়, দলের এক বিদেশির অনিশ্চয়তার মাঝেই ফের রবিসনের দিকে ঝুঁকল সবুজ মেরুন। সূত্রের খবর, স্কটিশ ফুটবলার গ্রেগ স্টুয়ার্টের দল ছাড়ার সম্ভাবনা বেড়েছে, আর সেই কারণেই এই তুখড় বিদেশির জায়গায় ব্রাজিলিয়ান তারকাকে খেলাতে চাইছে গঙ্গা পাড়ের ক্লাব।

দল ছাড়তে পারেন গ্রেগ?

বিগত বেশ কয়েক মাস ধরেই দুই স্কটিশ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট ও টম অলড্রেডকে নিয়ে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছিল মোহনবাগানের আকাশে। তবে ইতিমধ্যেই বাগানের সাথে সম্পর্ক দীর্ঘায়িত করে নিয়েছেন টম, বাকি পড়ে রয়েছেন শুধুই স্টুয়ার্ট। এই বিদেশি বহু আগেই জানিয়ে দিয়েছিলেন, তাঁর প্রথম পছন্দ ইংল্যান্ড অথবা স্কটল্যান্ডের কোনও ক্লাব। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ না হলে ভারতে খেলবেন তিনি।

তবে গ্রেগ এও জানিয়েছিলেন, এদেশে খেললে শুধুই মোহনবাগানের জার্সিতে খেলার ইচ্ছে রয়েছে তাঁর। তবে সূত্র বলছে সময়ের সাথে সাথে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে চিন্তা বাড়ছে সবুজ মেরুনের। আপাতত যা খবর, মোহনবাগান ছেড়ে বিদেশের কোনও ক্লাবে খেলতে পারেন তিনি, সেই আশঙ্কাকে সামনে রেখেই এবার বসুন্ধরা কিংসের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার রবসনকে দলে নিতে পারে কলকাতা ময়দানের এই প্রধান।

অবশ্যই পড়ুন: ফের বিশ্বাসঘাতকতা বাংলাদেশের! ইউনূসের চ্যাংড়ামিতে ১৮০০০০০০০০ টাকার ক্ষতি ভারতের

সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি রবসনের সাথে কয়েক দফা কথা হয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টদের। সব ঠিক থাকলে, ট্রান্সফার ব্যানের নিষেধাজ্ঞা উঠতেই রবসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। যদিও বাগানের হাতে গোনা কয়েকটা ঘনিষ্ঠ সূত্র বলছে, গ্রেগকে দলে রাখতে আরও একবার শেষ চেষ্টা চালাবে মোহনবাগান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join