পারল না ইস্টবেঙ্গল! ক্ষমতার জোরে দুই তারকাকে কেড়ে নিতে চলেছে মোহনবাগান

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন মরসুমের জন্য দল গোছাতে চেয়েও অর্থের জোরের কাছে হেরে যাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। অতীতের যন্ত্রণা ভুলতে নতুন ফুটবলার সই করিয়ে একেবারে বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে চাইছে লাল হলুদ। তবে সেই পথে বারংবার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কলকাতা ময়দানের আরেক প্রধান মোহনবাগান (Mohun Bagan SG)!

শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের নজরে থাকা জাতীয় দলের দুই ফুটবলারকে অর্থের জোরে নিজেদের দিকে বেশ খানিকটা টেনে নিয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। এমতাবস্থায়, বিপুল পরিমাণ ট্রান্সফার ফি দিতে রাজি হলেও বাগানের মোটা অঙ্কের দরে পিছিয়ে আসতে হচ্ছে মশাল ব্রিগেডকে।

জাতীয় দলের দুই ফুটবলারকে ছো মারবে মোহনবাগান!

বিগত বেশ কয়েকদিন ধরেই লাল হলুদের সাথে বারংবার উঠে আসছে ভারতীয় ফুটবল দলের হয়ে খেলা ফুটবলার মেহতাব সিং ও ডিফেন্ডার অভিষেক সিং টেকচামের নাম। সূত্রের খবর, এই দুই ফুটবলারকে দলে নিতে বহু আগেই কথাবার্তা সেরে নিয়েছিল লাল হলুদ! তবে সেই যোগাযোগের মাঝে হঠাৎ ছুঁচ হয়ে ঢুকলো মোহনবাগান! খোঁজ নিয়ে জানা গেল, এই দুই ফুটবলারকে লাল হলুদের থেকে কেড়ে নিতে একেবারে ময়দানে ঝাঁপিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।

জানা যাচ্ছে, মেহতাবকে দলে নিতে অনেক আগেই নাকি মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে বসেছে বাগান ম্যানেজমেন্ট। অন্যদিকে পাঞ্জাব এফসি তরফে অভিষেক সিংকে ছাড়তে দেড় কোটির ট্রান্সফার ফি চাওয়া হয়েছে। সূত্র বলছে, এই অর্থই নাকি কিছুটা হলেও ভাবিয়েছে মোহনবাগানকে। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, লাল হলুদের আশা ভাঙতে এই দুই ফুটবলারকেই সই করিয়ে দলে ভেড়াতে চাইছে মোহনবাগান কর্তারা!

অবশ্যই পড়ুন: বিয়ে করছেন IPL-র সবচেয়ে সুন্দরী মালকিন! কাব্য মারানের হবু স্বামীর পরিচয় …

আশিকের ভূমিকায় খেলবেন কে?

বর্তমানে ফিফার ট্রান্সফার ব্যানের আওতায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাগানের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেবে ফিফা। তবে সেই ধাক্কার মাঝেই আশিক ক্রুনিয়নের দল ছাড়ার খবর যথেষ্ট ভাবাচ্ছে মোহনবাগানকে। এমতাবস্থায়, আশিকের বিকল্প হিসেবে ভারতীয় দলের হয়ে খেলা একজন দক্ষ ফুটবলারকে দলে নিয়ে শক্তি বাড়িয়ে রাখতে চাইছে সবুজ মেরুন। অনেকেই মনে করছেন, সেই লক্ষ্যেই এবার জাতীয় দলের দুই বড় তারকা মেহতাব সিং ও অভিষেককে ইস্টবেঙ্গলের বদলে বাগানমুখী করে তুলতে একেবারে উঠে পড়ে লেগেছে কলকাতা ময়দানের এই প্রধান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥