সুপার কাপে ডুবিয়েছিল তরুণরা! তবুও ডুরান্ড কাপে যুবদল নামাচ্ছে মোহনবাগান, নেপথ্যে অন্য কারণ

Published on:

Mohun Bagan SG not fielding main team in Durand Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ডুরান্ড কাপে বড় দল নামাচ্ছে না মোহনবাগান (Mohun Bagan SG)। খোঁজ নিয়ে যা জানা গেল, মূলত যুবদল নিয়েই বহু অপেক্ষিত ডুরান্ড কাপের জুলাই মরসুম শুরু করবে সবুজ মেরুন। জানা যাচ্ছে, গত বছরের মতো এবারও কলকাতা লিগে সুযোগ পাবেন বাগানের তরুণরা। যদিও মোহনবাগান সুপার জায়ান্টের এমন সিদ্ধান্তের নেপথ্যে কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই।

কেন ডুরান্ড কাপে মূল দল নামাবে না মোহনবাগান?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ইন্ডিয়ান সুপার লিগে মূল দল নিয়ে জোড়া সাফল্য পেয়েছে সবুজ মেরুন। ফলত, সেই আসরে ভারত সেরা হওয়ার পর এবার খিদেটা যেন আরও চওড়া হয়েছে বাগানের। যা শোনা যাচ্ছে, মোহনবাগানের বর্তমান লক্ষ্য এখন শুধুই ISL, সুপার কাপ ও AFC। এদিকে আবার সুপার কাপ এগিয়ে আসার কথা। গত সিজনে এই আসরের শেষ চারে পৌঁছেও যাত্রা ভঙ্গ হয়েছিল মোহনবাগানের তরুণদের।

ফলত, আগামী দিনে যাতে আর নতুন করে দুঃস্বপ্নের জাল বুনতে না হয় সেজন্য বাগানের লক্ষ্য এখন 3 রণক্ষেত্র। আর সে কারণেই ডুরান্ড কাপের মঞ্চে নামবে না মোহনবাগানের প্রধান দল। তাছাড়াও, সুপার কাপ থেকে এসিএল-2 টুর্নামেন্টে জায়গা পাওয়া যায়। কাজেই আসন্ন মরসুমে পুরনো ভুল ত্রুটি শুধরে সুপার কাপকে বিশেষ গুরুত্ব দেবে বাগান। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে ফের দ্বিমুকুট জয়ের ইচ্ছে তো রয়েছেই।

সমস্যা হতে পারে অনুশীলন মাঠ নিয়েও

বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, এসিএল-2 টুর্নামেন্টে নিজেদের সর্বস্ব দিয়ে লড়বে মোহনবাগান। তাছাড়াও লিগ শিল্ড জয়ের ফলে এশিয়ার মঞ্চে ফের নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের। মনে করা হচ্ছে, অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট গুলিতে চোখ রেখেই ডুরান্ড কাপের যুবদলকে নামাচ্ছে সবুজ মেরুন। এছাড়াও অনুশীলনের মাঠ নিয়েও সমস্যা তৈরি হতে পারে বলেই আশঙ্কা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: স্টেশনে বুঝে ফেলতে হবে পা! এক ভুলেই হবে মোটা জরিমানা, কঠোর হল কলকাতা মেট্রো

কবে থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ?

আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে 134তম ডুরান্ড কাপ টুর্নামেন্ট। এই প্রথমবারের জন্য দেশের 5 রাজ্যে আয়োজিত হবে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ তো আছেই সেই সাথে ঝাড়খন্ড, অসম, মেঘালয় ও মনিপুরের ইম্ফলে আয়োজিত হবে ডুরান্ড কাপের ম্যাচগুলি। বলে রাখি, এই ঐতিহাসিক ডুরান্ড কাপের ফাইনাল রয়েছে 23 আগস্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥