কলকাতাঃ আংশিক ক্রীড়া সূচি প্রকাশ করার পর শুরু হয়েছিল নতুন মরশুম (ISL 2204-25)। বুধবার বিকেলে প্রকাশিত হল সূচি বাকি অংশ। এই ক্রীড়া সূচিকে বলা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি (Mohun Bagan SG vs East Bengal FC)। নতুন প্রকাশিত সূচি অনুযায়ী নতুন বছরের প্রথম মাসেই দেখা যাবে ইলিশ চিংড়ির দ্বৈরথ।
আপাতত প্রথম পর্বের ডার্বির জন্য কলকাতা ময়দানের পারদ বাড়তে শুরু করেছে। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি হওয়ার প্রক্রিয়া। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই দলই এবারের ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। বিশেষ করে ইস্টবেঙ্গল। আইএসএল ২০২৪-২৫ শুরু হতে না হতেই কোচ বদল করতে হচ্ছে কর্তাদের। দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন কার্লেস কুয়াদ্রত।
অন্য দিকে মোহনবাগান সুপার জায়ান্ট নতুন কোচ নিয়োগ করেছে মরশুমের শুরুতেই। লোপেজ হাবাসের জায়গায় দায়িত্বে এসেছেন হোসে মোলিনা। হাতে শক্তিশালী দল পেয়েও এখনও পর্যন্ত সুবিধা করতে পারেননি এটিকের প্রাক্তন কোচ। প্রথমত চোট আঘাত সমস্যা, তারপর সঠিক কম্বিনেশন খুঁজে না পাওয়া। সব মিলিয়ে পালতোলা নৌকা এখনও তরতরিয়ে ছুটছে, এটা বলার সময় হয়নি।
চোট আঘাত সমস্যা ইস্টবেঙ্গল এফসিতেও রয়েছে ধারাবাহিকভাবে। সেই সঙ্গে কোচ বদল। নতুন কোচ নিয়োগ করা হয়েছে, তিনি এখনও ভারতে এসে পৌঁছাননি। ভিসা সমস্যা রয়েছে বলে জানা গিয়েছিল। তবে এই সমস্যা কাটিয়ে অস্কার ব্রুজন খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সামনের শনিবারের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে মোহনবাগান। যদিও ডার্বিতে পুরনো ম্যাচের ফলাফলের থেকেও প্লেয়ারদের নার্ভ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
- প্রথম পর্বের মোহন-ইস্ট ডার্বি: ১৯ অক্টোবর, শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টা।
- দ্বিতীয় পর্বের মোহন-ইস্ট ডার্বি: ১১ জানুয়ারি, শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টা।