৫০ টাকার টিকিট শেষ, দ্রুত বিক্রি হচ্ছে ১০০ টাকার টিকিট, মোহনবাগান ম্যাচের আগে টিকিট-আপডেট

Published on:

mohun bagan sg

সামনে আরও একটা ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) ফোকাস আপাতত মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) বিরুদ্ধে হতে চলা ম্যাচের দিকে। ডার্বিকে (MBSG vs MDSC) কেন্দ্র করে বাংলার ফুটবল প্রেমী জনতার মধ্যে এমনিতেই উউত্তেজ্ঞাত পারদ থাকে তুঙ্গে। এবার উৎসাহ আরও একটু বেশি। এই প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলতে নেমেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের শুরুটাও মন্দ করেনি তারা। মোহনবাগানকে হারানোই এখন সাদা-কালো ব্রিগেডের লক্ষ্য। সবুজ মেরুন শিবির চাইবে ঘুরে দাঁড়াতে। তবে তার আগে রয়েছে টিকিট নিয়ে আপডেট। অনলাইনে ইতিমধ্যে শেষ হয়েছে ৫০ টাকা দামের টিকিট। ১০০ টাকা দামেট টিকিট দ্রুত শেষ হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের টিকিট নিয়ে রয়েছে আপডেট। আজ থেকে শুরু হয়েছে অফলাইনে টিকিট বিক্রি প্রক্রিয়া। অনলাইন টিকিট রিডেম্পসনও করা যাচ্ছে আজ থেকে।

কোথা থেকে কাটবেন অফলাইন টিকিট?

মোহনবাগান তাঁবু থেকে পেয়ে যাবেন অফলাইন টিকিট। আগামী ৫ অক্টবর পর্যন্ত ক্লাব থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মোহনবাগান ক্লাব থেকে টিকিট পাওয়া যাবে। এছাড়া অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের ২ নম্বর বক্স অফিস থেকে, মানে গেট নম্বর ৪ থেকে। সময়- সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অনলাইন টিকিট রিডেম্পসনের সময় ও তারিখ

অনেকে অনলাইনে টিকিট কাটেন। অনলাইন টিকিট রিডেম্পসনের জন্য যেতে হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ২ নম্বর বক্স অফিস থেকে রিডেম্পসন করাতে পারবেন। সময়- সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা।

৫০ টাকার টিকিট শেষ

BookMyShow থেকে অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ৫০ টাকা দামের টিকিট সোল্ড আউট। দ্রুত বিক্রি হচ্ছে ১০০ টাকা দামের টিকিট। ২, ৫০০ টাকা দামের টিকিটেরও চাহিদা রয়েছে যথেষ্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group