জাতীয় দলের এই ৩ তুখড় ফুটবলারকে সই করিয়ে নিতে চাইছে মোহনবাগান

Published:

Mohun Bagan SG wants to sign 3 national team footballers
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগে জোড়া সাফল্যের পর নিজেদের পরিধি ক্রমশ বাড়াচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। জানা যাচ্ছে, বিগত 48 ঘণ্টার মধ্যে মোহনবাগান ম্যানেজমেন্টের চিন্তাভাবনায় বিরাট বদল এসেছে। 2024-25 মরসুমের সাফল্যকে পাথেয় করে এবার আরও বড় লক্ষ্যে তীর বেঁধেছে সবুজ মেরুন। যা শোনা যাচ্ছে, দক্ষ ফুটবলার থাকা সত্ত্বেও জাতীয় দলের 3 তুখড় ফুটবলারকে সই করাতে চাইছে মোহনবাগান। কারা তাঁরা?

জাতীয় দলের 3 ফুটবলারে নজর মোহনবাগানের

মোহনবাগান এমন একটা দল, যেখানে খেলতে চাইবেন প্রায় সকলেই। বর্তমানে স্প্যানিশ কোচ হোসে মোলিনা ও কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার নির্দেশে একের পর এক ধাপ পেরিয়ে যেভাবে নিজেদের ভারত সেরা করে তুলেছে মোহনবাগান, তাতে দলে থাকা কোনও বিদেশেই চুক্তি ভাঙতে চাইছেন না। সূত্রের খবর, ইতিমধ্যেই টমের মতো অনেকের সাথেই সম্পর্ক দীর্ঘায়িত করেছে সবুজ মেরুন।

তবে সংশয় রয়েছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়েই! যা জানা যাচ্ছে তাঁর পরিবর্তও ইতিমধ্যেই খুঁজে রেখেছে মোহনবাগান। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, দলকে আরও শক্তিশালী করে তুলতে জাতীয় দলের 3 ফুটবলারকে রাডারে রেখে দ্রুত সই করিয়ে নিতে চাইছে গঙ্গা পাড়ের ক্লাব।

ভারতীয় দলের সেই 3 দিগপাল ফুটবলের মধ্যে ইতিমধ্যেই মেহতাব সিংয়ের সাথে কয়েক দফা কথা হয়ে গিয়েছে মোহনবাগান কর্তাদের। সূত্র বলছে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই বাগান শিবিরে যোগ দিতে পারেন তিনি। এমন খবরের মাঝেই শোনা যাচ্ছে, গত 48 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলে জাতীয় শিবিরের আরও দুই ফুটবলারকে সই করিয়ে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট।

আরও পড়ুন: ক্ষমতা ব্যবহার করে নিজ সংস্থাকে সুবিধা! ইউনূসই এখন বাংলাদেশের মেন কালপ্রিট

সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে, ভারতীয় দলের এক অভিজ্ঞ ডিফেন্ডার যিনি, ইতিমধ্যেই বেশ কয়েকবার ইন্ডিয়ান সুপার লিগে শিরোপা দিতেছেন এবং ভারতীয় দলের আরও এক উদীয়মান তারকা তথা সেন্টার ব্যাক, যাঁকে ভারতীয় দলের ভবিষ্যৎ রক্ষণকর্তা হিসেবে ভাবছেন অনেকেই, এবার এই দুই দেশি ফুটবলারকে সই করিয়ে শক্তি কয়েকগুণ বাড়িয়ে নিতে চাইছে লাল হলুদের প্রতিবেশী ওরফে ময়দান প্রধান মোহনবাগান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join