বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলারদের সুরক্ষার কথা মাথায় রেখে ইরান যাত্রা বাতিল করেছে মোহনবাগান। ফলে, হচ্ছে না আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের সেপাহান বনাম মোহনবাগান সুপার জায়ান্টের AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের ম্যাচ। এর জন্য অবশ্য AFC-র শাস্তির আশঙ্কায় রয়েছে সবুজ মেরুন (Mohun Bagan Super Giant)। এদিকে, ইরান যাত্রা বাতিলের পরই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে সুবিচার চেয়ে চিঠি দিয়েছে মোহনবাগান। এহেন আবহে, সোশ্যাল মিডিয়ায় AFC-র বিরুদ্ধে তোপ দাগলেন শুভাশিস বসু, দিমিত্রি পেত্রাতোসরা।
ক্রীড়া আদালতের কাছে সুবিচার চাইল মোহনবাগান
খেলোয়াড়দের স্বার্থে ইরান সফর বাতিল করার পরই আন্তর্জাতিক ক্রীড়া আদালতকে চিঠি দিয়েছে সবুজ মেরুন। রেভ স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, ওই চিঠিতে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রাথমিক দাবি ছিল, ইরানের রাজধানী তেহরানের ভারতীয় দূতাবাসে মোহনবাগানের ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি পাঠানো হলেও সেখান থেকে কোনও উত্তর আসেনি।
এছাড়াও, ওই চিঠিতে দাবি করা হয়, AFC কে এ বিষয়ে জানানো সত্বেও তারা কোনও সদুত্তর দেয়নি। তৃতীয়ত, তিন অস্ট্রেলিয়ান ফুটবলার দিমি, কামিংস, ম্যাকলারেন সহ ইংল্যান্ড তারকা টম অলড্রেডের ভিসার বিষয়ে ইরানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সে দেশে গেলে তাদের দায়িত্ব সরকার নেবে না। মূলত এমন দাবি জানিয়েই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে সুবিচার চেয়েছে মোহনবাগান।
ভারতীয় দল বলেই কি এমন দ্বিচারিতা?
মোহনবাগানের ইরান সফর বাতিলের মাঝেই রবিবার অর্থাৎ ষষ্ঠীর দিন শুভাশিস বসু, দিমি, সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে মনবীর সিং এমনকি দীপক টাংরিরা সোশ্যাল মিডিয়ায় 2020 সালের AFC চ্যাম্পিয়নস লিগ সংক্রান্ত একটি পোষ্ট শেয়ার করে AFC এর বিরুদ্ধে তোপ দেগেছেন। ওই পোস্টটিতে, পাঁচ বছর আগের AFC চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের দুই ম্যাচ নিরাপত্তার কারণে নিরপেক্ষ কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
ওই পোস্ট অনুযায়ী, একটি ম্যাচ হওয়ার কথা ছিল ইরানের খোদরো এফসি এবং বাহরিনের রিফফা এর মধ্যে। অপরটি কুয়েত এসসি এবং ইরানের এসতেগহলালের মধ্যে হওয়ার কথা ছিল। এবার সেই প্রসঙ্গ তুলেই, ইস্টবেঙ্গল ফুটবলাররা প্রশ্ন করেন, অন্যদের ক্ষেত্রে যদি নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ আয়োজন করা যায়, তাহলে মোহনবাগান সুপার জায়ান্টের সময় সেই নিয়মের ব্যতিক্রম কেন? তাহলে কি ভারতের দল বলেই এমন দ্বিচারিতা?
অবশ্যই পড়ুন: প্লাস্টিকের ব্যাট দিয়েই স্বপ্ন বোনা শুরু! ইলেকট্রিক মিস্ত্রির ছেলে তিলক বর্মার অতীত খুবই কষ্টকর
উল্লেখ্য, খেলোয়াড়দের সুরক্ষার কথা চিন্তা করে হলেও AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের মঙ্গলবারের ম্যাচ বাতিল করে শাস্তির আশঙ্কায় ভুগছে মোহনবাগান সুপার জায়ান্ট। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, ম্যাচ খেলতে ইরানে না যাওয়ায় বাগানকে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি আগামী AFC প্রতিযোগিতাগুলি থেকেও নির্বাসন দিতে পারে এশিয়ান ফুটবল কনফেডারেশন।