কলকাতাঃ এ বছরের ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।৭ ম্যাচে ৪টি জয় ২টি ড্র ও ১টি হারের পর ১৪ পয়েন্ট পেয়েছে মেরিনার্সরা। ISL-র পয়েন্ট তালিকায় একদম শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। তাঁদের সংগ্রহ ৮ ম্যাচে ১৭ পয়েন্ট। এই তালিকা দেখে বলা যেতেই পারে যে, এবারের ISL-এ মোহনবাগানের দুর্দান্ত সময় চলছে। আর এই মুহূর্তে দলের ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি কথা বললেন কোচ মলিনা।
‘দায়িত্ব ছেড়ে দেব’ বললেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ
হাবাসের জায়গায় এসে দলকে সন্তোষজনক জায়গায় নিয়ে যাওয়া একদম সহজ ছিল না মলিনার কাছে। এই মলিনার কোচিংয়েই মোহনবাগান প্রথমবার ISL সুপার লিগের শিল্ড জয় করেছে। মোহনবাগানের কোচ মলিনা জানান, দলের প্রত্যেকটা সদস্যের মধ্যেই রয়েছে জেতার খিদে। আর সেটাই তাঁকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। তিনি এও বলেন যে, যেদিন মেরিনার্সদের মধ্যে এই খিদেটা অনুভব করব না, সেদিন দায়িত্ব ছেড়ে দেব।
ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ মলিনা বলেন, ‘এই চুক্তি আমার কাছে একটা কাগজ ছাড়া আর কিছুই না। মোহনবাগান আমায় চেয়েছিল, আমারও কোচিং করানোর ১০০% স্বদিচ্ছা ছিল। তাই এসেছি। এটা দুই পক্ষের মধ্যেই বোঝাপড়া। কোনদিনও যদি এক পক্ষ সহমত পোষণ না করে, সেদিনই আমি চুক্তির পরোয়া না করে দায়িত্ব ছেড়ে দেব।’
মোহনবাগানকে AFC লিগেও দেখার ইচ্ছে মলিনার
মলিনা বলেন, আমরা এবারও ISL টুর্নামেন্ট জিততে চাই। পরের বছর AFC খেলার ইচ্ছে রয়েছে। আমরা এটা প্রমাণ করতে চাই যে, এশিয়া মহাদেশের টুর্নামেন্টে ভারতীয় দল হিসেবে মোহনবাগান কতটা শক্তিশালী।’