বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মাঠে নামার আগেই চোট যন্ত্রণায় ভুগছে মোহনবাগান। সম্প্রতি অনুশীলনে চোট পেয়েছিলেন বাগানের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার আপুইয়া। যার কারণে অনুশীলনের মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এবার আরও দুই তারকার চোট নিয়ে চিন্তায় সবুজ মেরুন। যদিও মিজো ফুটবলারকে নিয়ে কিছুটা স্বস্তিতে কলকাতা ময়দানের এই প্রধান।
চোট রয়েছে বাগানের আরও দুই তাবড় ফুটবলারের
অপুইয়ার চোট কিছুটা হলেও ধাক্কা দিয়েছে মোহনবাগানকে। এরই মাঝে শোনা যাচ্ছে, বৃহস্পতিবার অনুশীলনের মাঝ পথেই চোট পান কিয়ান নাসিরি। সূত্র মারফত খবর, চোট এতটাই গুরুতর ছিল যে এদিন পায়ে ভর দিয়ে একেবারে দাঁড়াতেই পারছিলেন না সবুজ মেরুন তারকা।
হেঁটে মাঠ থেকে বেরোনোর ক্ষমতাও ছিল না তাঁর। গত BSF ম্যাচে মনবীর উঠে যাওয়ায় তাঁকে আচমকা মাঠে নামিয়েছিলেন কোচ হোসে মোলিনা। তবে আপাতত কিয়ানের চোট গুরুতর হওয়ায় ডায়মন্ড হারবারের ম্যাচে তাঁর বিকল্প হিসেবে কাকে নামানো যায়, তা নিয়ে কার্যত ঘুম ছুটেছে লাল হলুদ প্রতিবেশীর।
বলে রাখি, ডায়মন্ড হারবার এফসির ম্যাচে চোটের কারণে অনিশ্চিত বাগানের জাতীয় দলের ফুটবলার মনবীর সিংও। কেননা, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে গত ম্যাচে আক্রমণ শানাতে গিয়ে পায়ে হালকা চোট পেয়েছিলেন মনবীর যার কারণে বাকি দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠে পায়নি বাগান। আপাতত যা খবর, চোট কাটিয়ে উঠলেও তাঁকে নিয়ে হয়তো ঝুঁকি নেবেন না মোলিনা।
বৃহস্পতিবারও দলের অনুশীলন চলাকালীন জিম সেশনে থাকলেও মূল দলের সঙ্গে প্র্যাকটিসে দেখা যায়নি তাঁকে। কাজেই ডায়মন্ড হারবার ম্যচে মনবীরের উপস্থিতি আপাতত প্রশ্নের মুখেই।
অবশ্যই পড়ুন: ‘আমেরিকাকে পেছনে ফেলবে ভারত!’ মুখ খুললেন OpenAI-এর সিইও
খেলবেন না দীপেন্দু
মনবীরদের চোট যন্ত্রণার মাঝে দুটি হলুদ কার্ড দেখে আপাতত মোহনবাগানের চিন্তা বাড়িয়েছেন বাঙালি ফুটবলার দীপেন্দু বিশ্বাস। জানা যাচ্ছে, রেফারির তরফে পরপর দুবার হলুদ কার্ড দেখার কারণে প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে শনিবার মাঠে নামতে পারবেন না তিনি। তবে স্বস্তির খবর, এদিন হয়তো মোহনবাগানকে সঙ্গ দিতে পারেন অপুইয়া।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |