বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার একেবারে দুই প্রতিদ্বন্দ্বীর ঘর ভাঙতে চলেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)! এ মরসুমে কার্যত অপ্রতিরোধ্য ফুটবল খেলে শিরোপা জয়ের লক্ষ্য থেকে কিছুটা দূরে রয়েছে সবুজ মেরুন। আর এই আবহ থেকে আসন্ন মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়েন্ট। শোনা যাচ্ছে, আগামী মরসুমের জন্য এফসি গোয়া ও নর্থ ইস্ট ইউনাইটেডের দুই তারকা উইঙ্গারকে সই করাতে মরিয়া কলকাতা ময়দানের এই প্রধান।
কাদের দলে টানতে চাইছে বাগান?
বেশ কিছু সূত্র মারফত খবর, দলে লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিক ক্রুনিয়ানদের মতো তাবড় ফুটবলাররা রয়েছেন, তা সত্ত্বেও এফসি গোয়া ও নর্থ ইস্ট ইউনাইটেডের ঝুলিতে নজর পড়েছে বাগানের। শোনা যাচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেডের 22 বছর বয়সি তরুণ প্রতিভা পার্থিব গগৈ ও গোয়ার ব্রাইসন ফার্নান্দেজকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছে বাগান ম্যানেজমেন্ট।
কেন আচমকা দুই উইঙ্গার সই করাতে চাইছে মোহনবাগান?
বাগানের একটি সূত্র মারফত খবর, মূলত আসন্ন মরসুমের আগেই শক্তি বাড়িয়ে রাখতে চাইছে সবুজ মেরুন। মোহনবাগান কর্তাদের একটা বড় অংশের দাবি, দুই উইং-এ বাড়তি শক্তি দরকার তাদের। কেননা, মরসুমের বেশিরভাগ সময়টাই আশিককে দলে পাওয়া যায় না। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরেই ছিলেন তিনি।
মোহনবাগান কর্তাদের মতে, দলে পর্যাপ্ত উইঙ্গারের অনুপস্থিতিতে লিগ শিল্ড জিততে খুব একটা সমস্যা হয়নি। তবে সামনেই AFC কাপ। আর সেই কারণেই দলের ভুল ত্রুটি এখনই শুধরে নিয়ে বাড়তি বিকল্প রাখতে চাইছে মোহনবাগান। আর সেই কারণকে সামনে রেখে তড়িঘড়ি দুই উইঙ্গার সই করাতে চায় গঙ্গা পাড়ের দল।
দুই উইঙ্গারই দুর্দান্ত ছন্দে
মোহনবাগানের নজর ভাল। কারণ, যাদের দিকে চোখ পড়েছে তাঁরা দুজনেই সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। 22 বছর বয়সি পার্থিব নর্থ ইস্টের একজন উদীয়মান তারকা। এ মরসুমের তিনি মোট 25টি ম্যাচে অংশ নিয়ে 3টি দুরন্ত গোল করেছেন। এছাড়াও 4টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। তাছাড়াও গত মরসুমে 10টি গোল করার পাশাপাশি 4টি অ্যাসিস্ট গোলও করেছেন পার্থিব।
ফলত, এমন একজন উদীয়মান তারকাকে দলে নিতে বাড়তি খরচ হলেও তা সম্ভবত দিতে রাজি হয়ে যাবে বাগান। কেননা, নর্থইস্টের সঙ্গে এই উইঙ্গারের 2027 সালের মে পর্যন্ত চুক্তি রয়েছে। তাই তাঁকে দলে নিতে হলে ট্রান্সফার ফ্রি দিয়েই নিতে হবে বাগানকে।
অবশ্যই পড়ুন: ত্রাতা সৌরভ, মহারাজের হস্তক্ষেপে ইডেনেই খেলবে KKR
অন্যদিকে গোয়ার ব্রাইসনও অসাধারণ ছন্দে রয়েছেন। এখনও পর্যন্ত 22টি ফুটবল ম্যাচে অংশ নিয়ে 7টি গোল করেছেন তিনি। সেই সাথে রয়েছে 2টি অ্যাসিস্ট গোল। তবে এই আক্রমণাত্মক উইঙ্গারকে দলে নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে। কারণ, গোয়ার সাথে তাঁর চুক্তি 2026 সাল পর্যন্ত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |