বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ISL মরসুমে অনবদ্য ফুটবল খেলে লিগশিল্ড নিশ্চিত করেছে কলকাতা ময়দানের প্রধান দল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। তবে শিল্ড কাঁধে তুলে নিয়ম রক্ষার ম্যাচগুলিতে এক ফোঁটাও ছন্দ হারায়নি বাগানের ছেলেরা। চলতি মরসুমে একপ্রকার অপ্রতিরোধ্য ফুটবল খেলে এবার প্লে অফে নিজেদের শক্তি প্রদর্শন করবেন হোসে মোলিনার ছেলেরা।
এমতবস্থায়, শোনা যাচ্ছে নতুন খবর। সূত্র বলছে, এবারের মরসুমটা হাসিমুখে শেষ করে আগামী মরসুমের জন্য দল সাজাতে শুরু করে দিয়েছেন বাগান কর্তারা। জানা যাচ্ছে, নতুন মরসুমের জন্য নাকি এফসি গোয়ার তরুণ মিডফিল্ডারের ওপর নজর রয়েছে মেরিনার্সদের।
গোয়ার মিডফিল্ডারকে দলে নিতে চাইছে মোহনবাগান?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, এবারের ISL-এ শক্তিশালী ফুটবলারদের নিয়ে এক প্রকার সেরা দল হয়ে উঠেছে মোহনবাগান। গোটা মরসুমের দীর্ঘ যাত্রায় অসাধারণ ফুটবল খেলে একের পর এক জয় নিশ্চিত করেছে গঙ্গা পাড়ের মোহনবাগান। তবে চলতি মরসুমেও কিছু ভুল ত্রুটির কারণে পরাজয় দেখতে হয়েছে বাগান প্লেয়ারদের। আর সেই কারণকে সামনে রেখেই আগামী মরসুমে অপ্রতিরোধ্য থাকাই সবুজ মেরুনের প্রধান লক্ষ্য।
মনে করা হচ্ছে, এখন থেকেই নতুন মরসুমের জন্য কার্যত দল গোছাতে শুরু করে দিয়েছেন মোলিনা। সূত্র বলছে, চলতি সিজনে গোয়ার হয়ে দুরন্ত ফুটবল খেলা মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্দেজের ওপর নাকি নজর রেখেছে বাগান। শোনা যাচ্ছে, গোয়ার জার্সিতে মাঠে নামা এই খেলোয়াড়কেই এবার নিজেদের অস্ত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে মোহনবাগান।
অবশ্যই পড়ুন: IPL শুরুর আগেই বদলে গেল KKR-র স্কোয়াড
আদৌ ব্রাইসনকে পাবে বাগান?
গোয়ার তরুণ মিডফিল্ডার ফার্নান্দেজকে দলে টানতে মরিয়া বাগান। যেই খবরে এখন সরগরম নেট দুনিয়া। তবে প্রশ্ন উঠছে, আদৌ কি গোয়ার মিডফিল্ডারকে দলে পাবে সবুজ মেরুন? গোয়ার হয়ে ইতিমধ্যেই 22টি ফুটবল ম্যাচ খেলে 7টি গোল ও 3 গোলে অ্যাসিস্ট করা ফুটবলারকে আগামী বছরের মেয়ে মাস পর্যন্ত ধরে রাখবে গোয়া। তবে সেই চুক্তি সত্ত্বেও নাকি তরুণ মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহী বাগান।
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এহেন দাপুটে ফুটবলারকে সহজে হাতছাড়া করবে না গোয়া। অন্যদিকে সবুজ মেরুনরাও চাইবে আগামী মরসুমের আগেই তাঁকে দলে টানতে। এহেন পরিস্থিতিতে বাগান আদৌ সফল হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে অনেকেই মনে করছেন দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে ছেড়ে দিলে তাঁর বিনিময়ে মোহনবাগানের কাছ থেকে উইঙ্গার লিস্টন কোলাসোকে চেয়ে নিতে পারে গোয়া।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |