বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত শনিবার বুক চিতিয়ে লড়ে ইন্ডিয়ান সুপার লিগের শক্তিশালী দল ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল গোয়ার ডেম্পো। মঙ্গলবারও (Mohun Bagan Vs Dempo SC) একই ঘটনার পুনরাবৃত্তি। এবার প্রতিপক্ষ মোহনবাগান। লাল হলুদ প্রতিবেশীও ভাঙতে পারল না ভিন রাজ্যের দলটির রক্ষণ। খেলা শেষ হল গোলশূন্য অবস্থায়। বিদেশিহীন দলের সামনে গোলের মুখ খুলতে না পারা ডার্বির আগে বাগানের জন্য বড়সড় ধাক্কা বলাই যায়।
পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হতে পারে ডেম্পো
দলে নেই কোনও বিদেশি ফুটবলার। ভিত্তি শুধুই ভাল ফুটবল খেলা। আর সেই আত্মবিশ্বাস নিয়েই ইস্টবেঙ্গলের পর মোহনবাগানের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা। তবে শুধু মাঠ দখল করেই থেমে থাকেনি দলটি। মোহনবাগানের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানানোর পাশাপাশি নিজেদের রক্ষণভাগও একেবারে শক্ত হাতে আগলে রেখেছিলেন ভিন রাজ্যের ছেলেরা। তাতে সুযোগ তৈরি করতে পারেনি হোসে মোলিনার তারকাখচিত দল।
সুপার কাপের প্রথম দুই ম্যাচ শেষে এই মুহূর্তে 4 পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যদিও গোল পার্থক্যে বাগানের থেকে শীর্ষে লাল হলুদ। অন্যদিকে দুই ম্যাচে পরপর দুই প্রধানকে আটকে দিয়ে 2 পয়েন্ট পেয়েছে গোয়ার দলটি। এদিকে চতুর্থ স্থানে থেকে শূন্য পয়েন্টে সদ্য ইস্টবেঙ্গলের কাছে পরাজয় স্বীকার করা চেন্নাইয়িন এফসি। যদিও এসবের মাঝেই সুপার কাপের বর্তমান পরিস্থিতির নিরিখে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 31 অক্টোবরের ডার্বি।
হিসেব বলছে, পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে গোয়ার দল ডেম্পোর কাছে। এই দল যদি কোনও প্রকার চেন্নাইয়িন এফসিকে হারিয়ে দেয় তবে তারা উঠে যাবে 5 পয়েন্টে। অন্যদিকে দুই প্রধানের পয়েন্ট 5 করে হলেও গোল পার্থক্যের নিরিখে প্রথম রাউন্ডে ছিটকে যাবে যে কোনও একজন। এখন দেখার সুপার কাপের চাকা ঠিক কোন দিকে গড়ায়।
অবশ্যই পড়ুন: টাটা গ্রুপে অশান্তি, সরানো হচ্ছে রতন টাটার এই প্রিয় ব্যক্তিকে!
প্রসঙ্গত, মঙ্গলবার ঘরের মাঠে নিঃসন্দেহে দুর্দান্ত ফুটবল খেলেছে ডেম্পো। মোহনবাগানের মতো শক্তিশালী দলকে ঠেকিয়ে রেখে একের পর এক আক্রমণ শানানো নেহাৎই যে মুখের কথা নয় সেটা জানে গোয়ার এই দল। তবে সেসব সতর্কীকরণ সত্বেও জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসু, জেমি ম্যাকলারেন এমনকি রবসনদের মতো বাঘা ফুটবলারদের সামনে কার্যত তান্ডব চালিয়ে চলে গেল ডেম্পোর অনামিরা। এদিকে শক্তিশালী দল নিয়ে মাত্র 3 পয়েন্ট তুলতে পারলেন না স্প্যানিশ কোচ মোলিনা।












