বারাসত নয়, কল্যাণীতে হবে ডার্বি! নির্ধারিত হল মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচের ভেন্যু

Published on:

east bengal vs mohun bagan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেজে গিয়েছে কলকাতা লিগের ডার্বির বদ্যি। অপেক্ষার আর কয়েকটা দিন। আগামী 19 জুলাই সম্মুখ সমরে উপস্থিত হবে কলকাতা ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যার জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ফুটবল ভক্তরা।

কিন্তু কোথায় হবে দুই ময়দান প্রধানের লড়াই? আপাতত যা খবর, ঘরোয়া লিগে মোহন-ইস্টের হাইভোল্টেজ ডার্বির ভেন্যু হিসেবে বারাসাত স্টেডিয়ামকে দেখা হলেও, এই মুহূর্তে সেখানে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। কাজেই, বিকল্প ময়দান খুঁজতে হয়েছে উদ্যোক্তাদের। তাহলে কোথায় গড়াবে দুই প্রতিবেশীর মহাযুদ্ধ?

কোথায় গড়াবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ?

বিগত দিনগুলিতে কলকাতা লিগে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ ডার্বি নিয়ে মাতামাতি কম করেননি সমর্থকরা। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা মতোই 19 জুলাই গড়াচ্ছে দুই প্রতিবেশীর ম্যাচ। তবে, কলকাতা লিগে প্রথম ডার্বি ম্যাচটি ফ্লাডলাইটের আলোয় আয়োজন করতে চেয়েছিলেন সকলে। তাই ডার্বি শুরু হতে পারে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রাথমিকভাবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ ম্যাচ উপলক্ষ্যে ভেন্যু হিসেবে ভাবা হচ্ছিল বারাসাত স্টেডিয়ামের মাঠটিকে। তবে সূত্রের খবর, স্টেডিয়ামে সংস্কারের কাজ এখনই শেষ হচ্ছে না। কাজেই, সংস্কারের কাজ চলায় এখনই স্টেডিয়াম পাওয়া যাবে না বলেই জানিয়ে দিয়েছেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তাই বাধ্য হয়েই বিকল্প ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে কল্যাণীকেই। হ্যাঁ, IFA সচিব অনির্বাণ দত্ত জানালেন, আগামী 19 জুলাই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের লড়াই শুরু হচ্ছে কল্যাণী স্টেডিয়াম থেকেই। সেই মতো, ইতিমধ্যেই স্টেডিয়ামটি পরিদর্শন করে এসেছেন তিনি। বলা বাহুল্য, আগেও বহুবার এই ময়দানে খেলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে ডার্বির প্রসঙ্গে কথা বলতে গেলে, 19 জুলাই প্রথমবারের মতো ডার্বির সাক্ষী থাকবে কল্যাণী।

অবশ্যই পড়ুন: হঠাৎ মোদিকে ১ হাজার কেজি আম পাঠালেন ইউনূস, ব্যাপারটা কী?

প্রসঙ্গত, কলকাতা লিগের শেষ ম্যাচে কলকাতা কাস্টমসের বিরুদ্ধে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইস্টবেঙ্গলকে। অন্যদিকে প্রতিবেশী মোহনবাগান আবার আগের দুই ম্যাচে দাপট দেখালেও শেষ পর্যন্ত আটকে যায় জর্জ টেলিগ্রাফির সামনে। হ্যাঁ, এই ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল বাগানের ছেলেরা।

সেই সূত্র ধরেই বর্তমানে 4 ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট 7। অন্যদিকে 3 ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট 5। যদিও পারফরমেন্সের নিরিখে তালিকার সপ্তম স্থানে রয়েছে লাল হলুদ, একইভাবে মোহনবাগানের অবস্থান 5-এ। ডার্বির আগে 15 জুলাই মামণি পাঠক্রমের বিরুদ্ধে মাঠ দখল করবে ইস্টবেঙ্গল, এবং 16 জুলাই অর্থাৎ পরের দিন কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগন।

সব মিলিয়ে বলা যায়, 19 জুলাই বহু অপেক্ষিত কলকাতা ডার্বির আগে, দুই প্রতিদ্বন্দ্বিকে পরাস্ত করে একে অপরের কাছে ক্ষমতা জাহির করবে দুই ময়দান প্রদানই। এখন দেখার, ডার্বির আগে দু’দলের পারফরমেন্স কেমন থাকে!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥