চূড়ান্ত হল ডার্বির ভেন্যু, জানুন কবে আর কোথায় মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান

Published on:

eb vs mb kolkata derby

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা-ই সত্যি হলো! বাগান কর্তাদের সিদ্ধান্তে মদদ জুগিয়ে কলকাতা ময়দানের বিকল্প হিসেবে ভিন রাজ্য অর্থাৎ আসামের গুয়াহাটিতে আয়োজিত হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের (East Bengal vs Mohun Bagan) হাই ভোল্টেজ ডার্বি। নির্ধারিত তারিখ অনুযায়ী, 11 ফেব্রুয়ারিতেই গুয়াহাটির মাঠে সম্মুখ সমরে উপস্থিত হবেন বাগান ও গঙ্গা পাড়ের ছেলেরা। এদিনই সমর্থকদের গলা ফাটানো চিৎকারে সবুজ মেরুনে মিশে যাবে লাল হলুদ।

কলকাতার বিকল্প খুঁজে পেল বাগান

WhatsApp Community Join Now

গঙ্গাসাগর মেলার ভিড় উপেক্ষা করে আসন্ন ডার্বি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ ছিল কলকাতা পুলিশ। তবে বাঙালির আবেগকে একেবারেই ধোঁকা দিতে চাননি বাগান কর্তারা। আর সেই কারণেই হাইভোল্টেজ ডার্বি সল্টলেক স্টেডিয়ামে আয়োজনের শেষ চেষ্টা করেছিল বাগান। তবে সাফল্য মেলেনি। গঙ্গাসাগর মেলাকে সামনে রেখেই প্রতিবার ডার্বিতে নিরাপত্তা দিতে অস্বীকার করে প্রশাসন।

যদিও ডার্বি যে আপাতত কলকাতায় হওয়ার কোনও সুযোগ নেই একথা আগেই বুঝে গিয়েছিলেন লাল হলুদ-সবুজ মেরুন দুই দলের সমর্থকরাই। ফলত, ঘরের কাছে ডার্বি দেখার সুযোগ হাতছাড়া হতে পারে জেনে বুকের বাঁদিকে চিন চিনে ব্যথাটা আরও জেঁকে বসেছিল তাঁদের। এদিকে ইস্টবেঙ্গলকে নাস্তানাবুদ করতে মরিয়া মোহনবাগান বিকল্প খুঁজতে কোমর বেঁধে নামে। ভিন রাজ্যের স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে চলে দীর্ঘ আলোচনা।

ডার্বির রণক্ষেত্র হিসেবে ঠিক হয়েছিল জামশেদপুর

শেষ পর্যন্ত ডার্বির রণক্ষেত্র হিসেবে জামশেদপুরকে বেছে নেওয়া হলেও জামশেদপুর এফসি রাজি না থাকায় ভেস্তে যায় পরিকল্পনা। কিন্তু কথায় আছে চেষ্টার শেষ নেই। তাই বিকল্প ময়দান খুঁজতে বদ্ধপরিকর বাগান কর্তাদের সাথে আলোচনায় বসে এফএসডিএল। উঠে আসে গুয়াহাটির নাম। আর এরপরই ডার্বির প্রধান রণক্ষেত্র হিসেবে গুয়াহাটিকে পছন্দের তালিকায় রেখেই এগোচ্ছিল মোহনবাগান।

চূড়ান্ত হল ডার্বির ভেন্যু

অবশেষে সোমবার এলো সুখবর। আসন্ন ডার্বির আয়োজক মোহনবাগান সদস্যদের আমরণ চেষ্টায় সায় দিয়ে 11 ফেব্রুয়ারির লাল হলুদ বনাম সবুজ মেরুন ডার্বি ম্যাচের যুদ্ধক্ষেত্র হিসেবে গুয়াহাটিকেই চূড়ান্ত করা হলো। সেই সাথে হতাশা কাটলো কলকাতার ঐতিহ্যবাহী দুই দলের।

সঙ্গে থাকুন ➥
X