বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 19 জুলাই হচ্ছে না কলকাতা লিগের ডার্বি ম্যাচ। দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বহু অপেক্ষিত ম্যাচ নিয়ে বেঁধেছিল জট। আশঙ্কা ছিল হয়তো ম্যাচই বাতিল হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত তেমনটা না হলেও পিছিয়ে গেল কলকাতা লিগের হাই ভোল্টেজ ডার্বি। তাহলে কবে গড়াবে মোহন-ইস্টের লড়াই?
এক সপ্তাহ পিছিয়ে গেল কলকাতা ডার্বি
মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের কলকাতা লিগের ম্যাচ আয়োজনে সমস্যা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত বাতিলের পথে না গিয়ে ডার্বি এক সপ্তাহ পিছিয়ে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলার ফুটবল সংস্থা স্পট জানিয়েছে, এক সপ্তাহ পিছিয়ে অর্থাৎ আগামীকালের বদলে পরের শনিবার, 26 জুলাই অনুষ্ঠিত হবে কলকাতা লিগের হাই ভোল্টেজ ডার্বি।
দীর্ঘ আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানায় IFA
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ঘরোয়া লিগের ডার্বি নিয়ে আলোচনায় বসে ছিল বঙ্গ ফুটবল সংস্থা। যেই সভায় উপস্থিত ছিলেন, IFA সচিব অনির্বাণ দত্ত থেকে শুরু করে উত্তর 24 পরগনা স্পোর্টস ফেডারেশনের সচিব নবাব ভট্টাচার্য সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা।
জানা যায়, ডার্বি আয়োজনে তৈরি হওয়ার সমস্যার সমাধান সূত্র বের করতে প্রায় 5 ঘন্টা ধরে চলে বৈঠক। আর এরপরই সকলের মতামত নিয়ে শেষ পর্যন্ত ডার্বি এক সপ্তাহ পিছিয়ে, আসন্ন 26 জুলাই আয়োজনের সিদ্ধান্ত নেয় IFA। বলা বাহুল্য, ম্যাচের তারিখ পিছিয়ে গেলেও ভেন্যু কিন্তু বদলায়নি। এই শনিবারের বদলে পরের শনিবার কল্যাণী স্টেডিয়ামেই গড়াবে দুই ময়দান প্রধানের ম্যাচ।
অবশ্যই পড়ুন: ঘাড়ে ছিল ২৫ লাখের ঋণ, ৬ টাকার লটারিতেই জীবন বদলে গেল দিনমজুরের
কেন পিছিয়ে গেল কলকাতা ডার্বি?
19 তারিখ যে ডার্বি আয়োজন করা যাবে না তা বুঝে গিয়েছিলেন অনেকেই। আসলে, বহু অপেক্ষিত ডার্বি উপলক্ষ্যে ভক্তদের ভিড় আটকানোটা যথেষ্ট চ্যালেঞ্জিং। তাছাড়াও টিকিট বিলি থেকে শুরু করে দুই দলের সমর্থকদের স্টেডিয়ামে ঢোকা এবং প্রস্থানের গোটা বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করা বেশ কঠিন, মূলত সে কথা বুঝেই 19 তারিখ ডার্বি আয়োজনে আপত্তি জানিয়েছিল পুলিশ। সেই মর্মে IFA-র কাছেও পৌঁছে যায় চিঠি।
মূলত সমর্থকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বড়সড় ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। আর সেই কারণেই 19 জুলাই ডার্বি আয়োজন নিয়ে পুনরায় আলোচনায় বসতে হয় বাংলার ফুটবল সংস্থাকে। শেষ পর্যন্ত, পুলিশি সিদ্ধান্তের কথা মাথায় রেখে ও ডার্বি ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কাকে সামনে নিয়ে শেষ পর্যন্ত মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ ম্যাচের তারিখ কিছুটা পিছিয়ে 26 জুলাই করা হল।