সুযোগ নষ্টের রোগেই খেল খতম! মোহনবাগানের স্বপ্ন ভাঙল জর্জ টেলিগ্রাফ

Published on:

Mohun Bagan vs George Telegraph match ends in a goalless draw

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত দুই ম্যাচে দাপাদাপি করে জয় তুললেও মোহনবাগান সেই আটকে গেল জর্জ টেলিগ্রাফের কাছেই। শুক্রবার নৈহাটির স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের আসরে বাগান ব্রিগেডকে জোরালো ধাক্কা দিল জর্জের ছেলেরা। যার জেরে ঘরোয়া লিগে জয়ের হ্যাটট্রিক গড়ার স্বপ্ন অধরাই থেকে গেল সবুজ মেরুনের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হল দুপক্ষকে

কলকাতা ফুটবল লিগের গত দুই ম্যাচ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ও রেলওয়েকে সহজেই হারিয়েছিল মোহনবাগান। তবে শুক্রবার নৈহাটির ময়দানে জর্জ টেলিগ্রাফের সামনে খাটলো না কোনও জারিজুরি। তবে বাগানের ব্যর্থতার নেপথ্যে অনেকেই সালাহউদ্দিনের অভাব খুঁজে চলেছেন।

বলে রাখি, রেলের বিরুদ্ধে গত ম্যাচে লাল কার্ড দেখায় জর্জের বিপক্ষে শুক্রবার মাঠে নামতে পারেননি সালাহউদ্দিন আদনান। যদিও দক্ষ ফুটবলারের অভাবটা বোঝা গিয়েছিল গোটা ম্যাচেই। বিশেষজ্ঞরা বলছেন, এদিন হয়তো জর্জের বিরুদ্ধে একটা হলেও গোল আসতো বাগানের ঝুলিতে, তবে আদনান না থাকায় গোলশূন্য ম্যাচেই সন্তুষ্ট থাকতে হল সবুজ মেরুন ক্লাবকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সুযোগ নষ্টের রোগে ভুগেছে মোহনবাগান

জর্জের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে মোহনবাগান যে একেবারেই চেষ্টা করেনি তেমনটা নয়, তবে গোলের সুযোগ তৈরি করেও বারবার তা হাতছাড়া করেছে কলকাতা ময়দানের এই প্রধান। যার মাসুলটা শেষ পর্যন্ত একেবারে ইঞ্চি মেপে দিতে হল বাগানকে।

অবশ্যই পড়ুন: সমস্যা নিয়ে ISL সম্ভব নয়! FSDL-এর চিঠির পরই মাথায় হাত ইস্টবেঙ্গল সহ একাধিক ক্লাবের

বলা বাহুল্য, এদিন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রথমার্ধেই দুটি দুর্দান্ত কর্নার পেয়েছিল মোহনবাগান। তবে নিজে হাতে করে সেই সুযোগ নষ্ট করেছে গঙ্গা পারের ক্লাব। তবে একা মোহনবাগানকে দোষ দেওয়া ঠিক হবে কি? কেননা, নৈহাটির ময়দানে বাগানকে মাত দিতে বারংবার বল পায় গোলমুখী হয়েছিল জর্জের ছেলেরাও।

তবে শেষ পর্যন্ত তারাও কাজের কাজ করে উঠতে পারেনি বাগানের দুর্গ ভেঙে। কাজেই বলা যায়, দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই অসংখ্য ভুলের সংমিশ্রণে ড্রতেই থেমে যায় দুইদলের দ্বৈরথ। তবে দুদলের ব্যর্থতার মাঝেই বারংবার প্রশ্ন উঠছে মোহনবাগানের অসফলতা নিয়েই। কারণ, গত দু’ম্যাচে আছে যে দল দাপটের সাথে জয় তুলল, তারাই এবার কিছুটা খাপছাড়া ফুটবল এবং সুযোগ নষ্টের রোগ নিয়ে জর্জের ঢাল টুকুই অতিক্রম করতে পারল না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group