ডার্বি নিয়ে বিরাট ক্ষতির মুখে মোহনবাগান

Published on:

mohun bagan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গঙ্গাসাগর মেলার কারণে ধাক্কা খেয়েছে বাঙালির আবেগ। পুলিশি নিরাপত্তার অভাবকে সামনে রেখে কলকাতা থেকে ভিন রাজ্যে সরে গেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের বহু প্রতীক্ষিত ডার্বি। তবে মঙ্গলবারের শেষ মুহূর্ত পর্যন্ত হাইভোল্টেজ ম্যাচ (East Bengal Vs Mohun Bagan) কোথায় হবে তা নিয়ে সংশয়ের অন্ত ছিল না। জটিলতার ঘোর কাটে বুধবার। লাল হলুদ কর্তার ক্ষোভের মুখে পড়ে গুয়াহাটিকে ডার্বির বিকল্প ময়দান হিসেবে সম্ভাবনার তালিকা থেকে চূড়ান্ত তালিকায় নামিয়ে আনে বাগান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে গুয়াহাটি পুলিশের সবুজ সংকেত পেয়ে ডার্বির রণক্ষেত্র চূড়ান্ত হলেও ফ্লাইটের টিকিট না পাওয়ায় ডার্বি নিয়ে চিন্তার ভাঁজ বেড়েছে মশাল বাহিনীর কপালে। তবে এসবের মধ্যেই কানে আসছে নতুন খবর। সূত্র বলছে, ঘরের মাঠ যুবভারতী থেকে সরে ডার্বির গন্তব্য গুয়াহাটি হওয়ায় বড়সড় ক্ষতির মুখে পড়বে মোহনবাগান। পর্যাপ্ত টিকিট বিক্রি থেকে শুরু করে খেলোয়াড়দের ভিন রাজ্যে নিয়ে ডার্বি আয়োজন করাটা বড় অঙ্কের ধাক্কা দেবে গঙ্গা পাড়ের ক্লাবকে।

মোটা অঙ্কের টাকা খোয়াবে মোহনবাগান?

গত আইএসএল মরসুমে ঘরের মাঠে ডার্বি আয়োজন করে রেকর্ড অঙ্কের টাকা পকেটে পুরেছিল বাগান কর্তারা। সূত্র বলছে, শুধুমাত্র টিকিট বিক্রি করেই 1 কোটি 67 লক্ষ টাকা ঘরে তুলেছিল মোহনবাগান। কাজেই সেই সূত্র ধরে চলতি মরসুমেও বড় অঙ্কের লক্ষ্য বেঁধে রেখেছিল গঙ্গা পাড়ের ক্লাব। তবে দুর্ভাগ্য যে, তেমনটা হচ্ছে না। গঙ্গাসাগর মেলার কারণে পুলিশি নিরাপত্তার অভাবে ধুঁকছিল সল্টলেকের সম্ভাব্য ডার্বি। অগত্যা মোহন-ইস্ট হাই ভোল্টেজ ম্যাচ সরাতে হয় গুয়াহাটিতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর এই ঘটনাই মোহনবাগানকে বিরাট ক্ষতির মুখে দাঁড় করিয়েছে। মনে করা হচ্ছে, ভিন রাজ্যে রেকর্ড টিকিট বিক্রি তো দূর অস্ত, গুয়াহাটিতে ফুটবলারদের যাওয়া-আসা, হোটেলসহ যাবতীয় খরচের টাকাও টিকিট বিক্রি করে তুলতে পারবেনা বাগান। এদিকে আসামে ছেলেদের যাতায়াত থেকে শুরু করে খাওয়া-দাওয়া, হোটেল খরচ সহ যাবতীয় বাড়তি প্রয়োজনের জন্য টাকা ঢালতে হবে বাগান ম্যানেজমেন্টকে। যা ডার্বি শেষে কোটি টাকা মূল্যের লোকসান দেখাবে গঙ্গা পাড়ের ক্লাব কর্তাদের।

খালি থাকবে স্টেডিয়াম?

প্রিয় দলের হাইভোল্টেজ ম্যাচ দেখতে এতদিন সল্টলেক স্টেডিয়ামে ভিড় বাড়িয়েছেন সমর্থকরা। তবে এবার জায়গাটা ভিন্ন। কাজেই বহু প্রতীক্ষিত ডার্বি উপভোগ করতে হলে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকদের। তবে বর্তমানে এত কম সময়ের মধ্যে কলকাতা থেকে গুয়াহাটি ট্রেনের টিকিট পাওয়া যাবে না। অন্যদিকে ফ্লাইটের টিকিট এখন অমিল। খুঁজে পাওয়া গেলেও সেগুলির দাম আকাশছোঁয়া।

তাই বিশেষজ্ঞরা মনে করছেন, কলকাতা থেকে ভিন রাজ্যে ডার্বি দেখতে যাওয়ার সাহস দেখাবেন না অনেকেই। আবেগকে বুকে বেঁধে গুয়াহাটি পৌঁছলেও সেই সংখ্যাটা খুবই নগণ্য। তাই গুয়াহাটির ময়দান, দুই প্রতিপক্ষ দলের লড়াকুদের ভিড়ে ঠাসা থাকলেও স্টেডিয়ামে খুব একটা ভিড় হবে না বলেই মনে করছেন সিংহভাগই। যার কারণে আখেরে ক্ষতি হবে সবুজ মেরুনের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group