বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় ধাক্কা রোহিত শর্মাদের। প্রয়াত হয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলের (Morne Morkel) বাবা। আর সেই কারণ সামনে রেখেই জরুরী ভিত্তিতে দুবাই থেকেই দেশে ফেরেন মর্কেল। এমতাবস্থায়, ভারতীয় শিবিরের প্রোটিয়া কোচের ফের দলে যোগদান নিয়ে তৈরি হয়েছে জল্পনা। পিতা প্রয়াত হওয়ায় যাবতীয় কাজ সেরে আবার কবে টিম ইন্ডিয়ার অনুশীলনে যোগ দেবেন তিনি তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়ও।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ঝটকা পেল টিম ইন্ডিয়া!
বহু প্রতিক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসরে অংশ নিতে মুখিয়ে রয়েছে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই লক্ষ্যকে বুকে বেঁধেই বর্তমানে সংযুক্ত আমিরশাহিতে পাড়ি দিয়েছে দলের ছেলেরা। সেই মতো চলেছে ভারতের প্রথম প্র্যাকটিস স্টেশনও। শেষ বারের মতো সেই অনুশীলন পর্বে উপস্থিত ছিলেন কোচ মর্কেল। তবে বিপদ ঘনায় সোমবার।
এদিন বরুন চক্রবর্তীদের অনুশীলনের সময় তাঁকে দেখতে পাওয়া যায়নি। জানা যাচ্ছে, পিতৃ বিয়োগের খবর পেতেই তড়িঘড়ি দুবাই থেকে দেশে ফেরার বিমান ধরেছেন ভারতীয় শিবিরের অভিজ্ঞ বোলিং কোচ মর্কেল। আর এই ঘটনার পরই আসন্ন মিনি ওয়ার্ল্ডকাপের আগে চাপ বেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের। এই মুহূর্তে যেহেতু কোচের দলে ফেরার সম্ভাবনা খুব একটা নেই তাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেওয়ার আগে অনুশীলনে মর্কেলের অভাবে ভুগতে পারেন চক্রবর্তী থেকে রানা সকলেই।
প্র্যাক্টিস ম্যাচে পরাজিত বাংলাদেশ
আগামী 20 ফেব্রুয়ারি ভারতীয় দলের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে আক্রমণ শানাবে ওপার বাংলার ছেলেরা। সেই মতো টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তানের সাথে অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সোমবার সেই প্র্যাক্টিস ম্যাচে একাধারে পরাজিত হয়েছে শান্তরা। বাংলাদেশকে হারিয়ে জয়ের প্রথম পালক নিজেদের ঝুলিতে পুরেছে পাকিস্তানের এ দল।
গ্রুপ লিগে ভারতের দুই শক্তিশালী প্রতিপক্ষ
আগামী 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে জয় ছিনিয়ে পাকিস্তানের বিপক্ষে বহু প্রতিক্ষিত হাইভোল্টেজ ম্যাচে পা রাখবে রোহিতের দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া 23 ফেব্রুয়ারির এই ম্যাচ দেখার জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ভারত ও পাকিস্তান দুই দেশের সমর্থকরাই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ করে 2 মার্চ দুবাইয়ে লিগের তৃতীয় তথা শেষ ম্যাচে রোহিত শর্মাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।
অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফিতে বিরাট রেকর্ড ভারতের! আজ পর্যন্ত এই ৫ দলের কাছে হারেনি মেন ইন ব্লু
চ্যাম্পিয়নস ট্রফির আগেই কঠিন অঙ্ক
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট শুরু হতেই বাংলাদেশের ছেলেদের বিপক্ষে জেতার আপ্রাণ চেষ্টা করবে রোহিতরা। এই ম্যাচের পর গ্রুপ লিগের বাকি দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একই পথে হাঁটতে চাইবে ভারত। কেননা, সূত্র বলছে, গ্রুপ লিগের একটি ম্যাচ হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা নিতান্ত কঠিন হয়ে দাঁড়াতে পারে ভারতীয় দলের সামনে। যদিও টিম ইন্ডিয়া কিন্তু সেই সব আশঙ্কাকে মাথায় রেখেই মিনি বিশ্বকাপে পা বাড়াচ্ছে।। তাই তারা জানে কীভাবে মোক্ষম সময়ে দলের ঘুঁটি বদলাতে হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |