আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল মরক্কোর ছোটরা, হারের পর বড় বার্তা মেসির

Published:

Morocco Beats Argentina and Wins FIFA U-20 World Cup Messi posted a message
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দল আর্জেন্টিনা। অনূর্ধ্ব 20 বিশ্বকাপের ইতিহাসেও সফলতম দল এটিই। রবিবার রাতে সেই দলকেই ফাইনালে 2-0 গোলে হারালো মরক্কো। মেসির দেশের সপ্তম বারের ট্রফি জেতার স্বপ্ন ভেঙে ঘানার পর প্রথমবারের মতো আফ্রিকার কোনও দল অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জিতে নিল। বলা বাহুল্য, এটাই ছিল মরক্কোর প্রথম বিশ্বকাপ (FIFA U-20 World Cup)।

সেমিফাইনালে চমক দিয়েই বিশ্বকাপ জিতল মরক্কো

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করেই চমক দেখিয়েছিল মরক্কোর ছেলেরা। প্রধান দলের পর দেশটির ছোটরাও যে হাল ছাড়ার পাত্র নয় স্পেন, মেক্সিকো এবং ব্রাজিলের মতো দেশের গ্রুপ থেকে উঠে এসে সেটাই বুঝিয়ে দিল মরক্কোর যুবদল। যদিও যাত্রাটা খুব একটা সহজ ছিল না। প্রথমে স্পেন এবং পরে ব্রাজিলকে হারিয়ে শেষে দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং ফ্রান্সের মতো দেশকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল মরক্কো।

বলাই বাহুল্য, ফাইনালের মঞ্চে মরক্কোর ছেলেদের মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব 20 বিশ্বকাপের ইতিহাসের সফলতম দল আর্জেন্টিনা। তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা যথেষ্ট কঠিন ছিল মরক্কোর জন্য। তবে ম্যাচ শুরুর পর সেই কঠিন কাজ সহজ করেছে উত্তর আফ্রিকার দেশ। খেলা শুরু হতেই প্রথম 15 মিনিটে গোল করেন মরক্কোর ইয়াসির জাবিরি। প্রতিপক্ষের কাছে গোল খেয়ে শোধ দিতে উঠে পড়ে লাগে আর্জেন্টিনা। তবে তাতে কাজের কাজ হয়নি।

আর্জেন্টিনার লাফালাফির মাঝেই 28 মিনিটে পৌঁছে ফের আরও একটি গোল করেন জাবিরি। তাতে দুই গোলে এগিয়ে যায় মরক্কো। যদিও সেই থেকে পাল্টা আক্রমণ শানিয়ে গোল করার আমরণ চেষ্টা করে গিয়েছে আর্জেন্টিনার যুবরা। তবে মরক্কোর রক্ষণভাগ কিছুতেই দমেনি। আর সেই সূত্রেই নির্ধারিত সময়ের খেলা শেষে আর্জেন্টিনাকে শূন্যতে রেখেই বিশ্বকাপ জিতে নেয় মরক্কোর ছোটরা।

অবশ্যই পড়ুন: শিল্ড হারের পর থেকেই ইস্টবেঙ্গলে ভাঙন! পদত্যাগ করলেন গোলকিপার কোচ সন্দীপ নন্দী

হারের পর উত্তরসূরিদের বড় বার্তা মেসির

আর্জেন্টিনার সপ্তম বারের ট্রফি জেতার আশা ভেঙে দিয়েছে মরক্কো। সেই অপ্রত্যাশিত ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। নিজের দেশের ছোটদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে মেসি লেখেন, ‘মাথা উঁচু করে থাকো তোমরা। এই প্রতিযোগিতায় দুর্দান্ত খেলেছ। আমরা অবশ্যই তোমাদের হাতেই কাপ দেখতে চেয়েছিলাম। তবে এসবের মাঝেও যে আনন্দ আমাদের তোমরা উপহার দিয়েছো এবং যেভাবে গর্বিত করেছ তা আমাদের হৃদয়ে জয় করে নিয়েছে।’ মেসির বার্তার পর কিছুটা হলেও হারের যন্ত্রণায় মলম পেয়েছে আর্জেন্টাইন খুদেরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join