CSK র অধিনায়কত্ব হারাচ্ছেন ধোনি! IPL ২০২৬ এ খেলবেন তো?

Published:

MS Dhoni CSK mahi likely to play for CSK in IPL 2026
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স 44 এর ঘরে। এই বয়সে ক্রিকেট থেকে অবসর নিয়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, ভারতীয় ক্রিকেটে এমন প্লেয়ার ভুঁড়ি ভুঁড়ি। তবে ভক্তদের হৃদস্পন্দন, চেন্নাই সুপার কিংসের প্রধান মুখ মহেন্দ্র সিং ধোনি কিন্তু ভিন্ন পথের পথিক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু আগে। তবে ভক্তদের অনুরোধেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি (MS Dhoni CSK)। কিন্তু আর কদিন? বুড়ো হারের ভেলকি দেখার সৌভাগ্য 2026 এও কি হবে মাহি ভক্তদের? উত্তর দিলেন চেন্নাই সুপার কিংসের সিইও খোদ কাশী বিশ্বনাথ।

মাহি কি আদৌ 2026 IPL এ খেলবেন?

চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি নাম দুটো যেন একে অপরের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। IPL এর একেবারে প্রথম সিজন থেকেই এই দলটার হয়ে ব্যাট ঘুরিয়েছেন মাহি। মাঝে অবশ্য দুটো সিজন রাইজিং পুনে সুপার জায়ান্টসে খেলেছিলেন তিনি। তবে এরপর থেকে গত মরসুম পর্যন্ত CSK র হলুদ জার্সি গায়েই IPL এ নেমেছেন থালা। কিন্তু এবার কী হবে? IPL 2026 সিজনেও কি দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? নাকি তার ঠিক আগেই অবসর ঘোষণা করবেন ভারতীয় মহাতারকা?

ধোনি প্রসঙ্গে কথা বলতে গিয়ে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, ‘আমরা আশা করছি হয়তো পরের মরসুমেও ধোনিকে পাব।’ এক কথায় চেন্নাইয়ের হয়ে আসন্ন সিজনে মাহি যে খেলবেন সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না CSK দলের সিইও। এখন দেখার শেষ পর্যন্ত নিজের IPL কেরিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

অবশ্যই পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মোহনবাগানের অনুশীলন, আসল কারণ জানুন

CSK দলে নেতৃত্ব হারাবেন মাহি?

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চোটের কারণে ঋতুরাজ গায়কওয়াড় ছিটকে যাওয়ায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। তবে দুঃখের বিষয়, মাহির নেতৃত্বে CSK দলের পারফরমেন্স একেবারেই ভাল ছিল না। গত সিজনে পয়েন্ট তালিকায় 14 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে একেবারে শেষে জায়গা পেয়েছিল CSK। সেখান থেকেই যাত্রা শেষ হয়েছিল মাহির দলের। তবে আসন্ন IPL এ ধোনি যদি খেলেন সে ক্ষেত্রে CSK র নেতৃত্ব হারাতে হবে তাঁকে! ক্লাব সূত্রে খবর, নতুন সিজেনের আগে ঋতুরাজ ফিরলে মাহিকে সরিয়ে তাঁকেই চেন্নাইয়ের অধিনায়ক করা হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join