বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কাকে পরাস্ত করে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে জয় পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া, সে কথা প্রায় সকলেরই জানা। তবে আলোচনার মূল বিষয়বস্তু আসলে যুবরাজ সিং।
হ্যাঁ, ভারতের হয়ে সেবার দুর্ধর্ষ পারফরমেন্স দেখানো এই কিংবদন্তি ক্রিকেটার নাকি 2011 ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে জায়গাই পাচ্ছিলেন না। বহু কাঠখড় পুড়িয়ে তাঁকে বিশ্বকাপের জন্য জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল! এমন বক্তব্যেই দীর্ঘ 14 বছর পর পুরনো কাসুন্দি ঘাঁটলেন ভারতীয় দলের তৎকালীন প্রধান কোচ গ্যারি কার্স্টেন।
ধোনির ইচ্ছেতেই 2011 ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়েছিল যুবরাজের
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম Rediff.Com-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেন জানান, 2011 ওয়ানডে বিশ্বকাপে যুবরাজ সিংকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার কাজটা যথেষ্ট কঠিন ছিল। সেবার 15 জন ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকদের যথেষ্ট বিতর্কের মুখে পড়তে হয়েছিল।
ভারতের প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে থেকে দক্ষ ক্রিকেটারদের বেছে নেওয়ার কাজটা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং! আর সেই সূত্রেই যুবরাজের ভারতীয় দলে নির্বাচন বেশ চাপের হয়ে দাঁড়ায়। তবে সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়েছিল যুবরাজের।
এরপরই টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যার বলেন, আমি চিরকালই যুবরাজের বড় ভক্ত ছিলাম। মাঝেমধ্যে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে ঠিকই, তবে আমি ওকে খুব ভালবাসতাম। ও সত্যিই একজন বড় মাপের খেলোয়াড়। যুবরাজের প্রশংসা করতে করতেই হঠাৎ গ্যারি বলে বসেন, মহেন্দ্র সিং ধোনি এবং আমি দুজনেই 2011 ওয়ানডে বিশ্বকাপে যুবরাজকে ভারতীয় দলে চেয়েছিলাম। কারণ, ওর মধ্যে অভিজ্ঞতা ভরপুর। তাই ওকে নিলে দলের লাভই হবে। শেষ পর্যন্ত কিন্তু সেটাই হয়েছে..
Gary Kirsten🎙️:
During the 2011 WC selection, there was a debate over Yuvraj Singh’s spot. Selectors had doubts.
But Dhoni backed him fiercely, assuring them Yuvi would deliver.And what a tournament he had – Player of the Tournament & a champion’s legacy. 👑🏆
(Source: Rediff) pic.twitter.com/ZFsRs5mTNH— TheXReplier (@ReplySensei) July 18, 2025
অবশ্যই পড়ুন: শুরু হল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, কবে ভারত-পাকিস্তানের ম্যাচ? দেখুন সূচি
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন যুবরাজ
2011 ওয়ানডে বিশ্বকাপে যুবরাজ সিংয়ের পারফরমেন্স ছিল প্রশংসা করার মতোই। সেবার, ভারতের জার্সি গায়ে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন সিং। একাই তুলেছিলেন 362 রান। পাশাপাশি বোলিং আক্রমণেও ঘায়েল করেছিলেন শত্রুদের। সে বছর যুবরাজের হাত ধরে 15টি উইকেট পায় ভারত। মূলত দলের হয়ে এমন দুরন্ত পারফরমেন্সের কারণে শিরোপা জয়ের পরই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন যুবরাজ সিং।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |