জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়লেন তরুণ আব্বাস

Published on:

Muhammad Abbas sets world record on ODI debut against Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জন্ম পাকিস্তানে। বাবা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তবে তিনি খেলছেন নিউজিল্যান্ডের হয়ে। বাবার দেশের (Pakistan) বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে কেরিয়ারে হাতেখড়ি হল তাঁর। আর সেই অভিষেক ম্যাচেই, গ্রিন আর্মির বিপক্ষে ঝড় তুলে বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ড দলের তরুণ ক্রিকেটার মোহাম্মদ আব্বাস।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অভিষেক ম্যাচেই বিশ্ব রেকর্ড

পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই বড় ব্যবধানে জয় পেয়েছে মাইকেল ব্রেসওয়েলের দল। গ্রিন আর্মির বিপক্ষে ওয়ানডের প্রথম ম্যাচেই ব্যাট হাতে 22 গজে দাপট দেখিয়েছেন প্রাক্তন পাক তারকা আজহর আব্বাসের সূপুত্র মোহাম্মদ আব্বাস।

হ্যাঁ, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন এই তরুণ। এদিন মাত্র 26 বলে 3টি চার ও 3টি ছয় সহযোগে 52 রানের বিধ্বংসী ইনিংস খেলেন আব্বাস। রিজওয়ান বাহিনীর বিপক্ষে এই দ্রুত অর্ধশতরানই তাঁকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দুই তারকার রেকর্ড ভাঙলেন আব্বাস?

বেশ কয়েকটি রিপোর্ট বলছে, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের অভিষেক ম্যাচে আব্বাস যে দুরন্ত হাফ সেঞ্চুরি গড়েছেন, সেই রেকর্ড যৌথভাবে ছিল ভারতীয় তারকা ক্রুনাও পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের দখলে। এই দুই তারকাই 26 বলে দুরন্ত ফিফটি হাঁকিয়েছিলেন। এবার সেই রেকর্ড না ভাঙলেও, তাতে থাবা বসিয়েছেন 21 বছর বয়সী তরুণ আব্বাস।

বাবার হাত ধরেই ক্রিকেটে আসা

পাকিস্তানের বিপক্ষে কিউইদের প্রথম ম্যাচের তরুণ নায়ক আব্বাসের বাবা আজহার আব্বাস পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। পরবর্তীতে নিউজিল্যান্ডে এসে ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়েও খেলেছিলেন তিনি। বর্তমানে ওয়েলিংটনে সহকারী কোচের দায়িত্ব রয়েছেন তরুণ কিউই তারকা আব্বাসের বাবা আজহার।

শোনা যায়, ক্রিকেটার বাবার স্বপ্ন পূরণ করতেই নাকি মাত্র 3 বছর বয়সেই ক্রিকেটে হাতেখড়ি হয় আব্বাসের। পাকিস্তানে জন্ম হলেও, বড় হয়ে উঠেছিলেন অকল্যান্ডে। বলে রাখি, 2022 সালে প্রথমবারের জন্য নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলার সুযোগ পান আব্বাস। তবে দুঃখের বিষয়, কোয়ারেন্টিনে থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ফলত, সেবার অনূর্ধ্ব-19 মঞ্চে দাপট দেখাতে পারেননি তিনি।

আব্বাসের প্রথম সেঞ্চুরি

বেশ কিছু সংবাদ মাধ্যম ঘেঁটে জানা গেল, নিউজিল্যান্ডের হয়ে প্রথমবারের মতো লিস্ট এ ক্রিকেটে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আব্বাস। সূত্রের খবর, জাতীয় দলে ডাক পাওয়ার আগে, লিস্ট এ ক্রিকেটে মোট 15 টি ম্যাচ খেলেন তিনি।

অবশ্যই পড়ুন: RCB-র বিরুদ্ধে হেরে লজ্জার রেকর্ড গড়ল ধোনির CSK!

এই সংস্করণে আব্বাসের রান 454। সেই সাথেই অলরাউন্ডার হিসেবে ভেঙেছেন 5টি গুরুত্বপূর্ণ উইকেট। পাশাপাশি তরুণ আব্বাসের প্রথম শ্রেণীর ম্যাচ পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত 21টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে 2টি দুরন্ত সেঞ্চুরি সহ 6টি হাফ সেঞ্চুরি রয়েছে পাকিস্তানে জন্ম নেওয়া এই কিউই তারকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group