আইপিএল ২০২৫ (IPL 2025)-এর আগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পারস মামব্রেকে তাদের বোলিং কোচ হিসাবে নিয়োগ করেছে। পারস বর্তমান বোলিং কোচ লাসিথ মালিঙ্গার সঙ্গে কাজ করবেন। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে একটি বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। কিছু দিন আগে মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচের দায়িত্ব দিয়েছিল মাহেলা জয়াবর্ধনকে। পারস মামব্রেকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বর্তমানে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের অধীনে বোলিং কোচ লাসিথ মালিঙ্গার সঙ্গে কাজ করবেন তিনি।
পারস মামব্রে এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং টিমের অংশ ছিলেন। আইপিএল ২০১৩ সালে, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি (২০১১, ২০১৩), রানার্স-আপ (২০১০) এবং আইপিএলে আরও দুটি প্লে অফ ম্যাচ জিতেছিল। মামব্রে বোলিং কোচ থাকাকালীন ভারত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল। ভারতের প্রাক্তন এই বোলিং কোচ চার বছর আগে মুম্বই দলের কোচিং স্টাফের অংশ ছিলেন। এখন তিনি আবার মুম্বাই দলে ফিরে এসেছেন। এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা মেগা নিলামেও মামব্রে উপস্থিত থাকবেন।
গত ১২ বছর ধরে তিনি মহারাষ্ট্র, বাংলা, বরোদা এবং বিদর্ভকে কোচিং করিয়েছেন। ১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে ভারতের হয়ে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেন মামব্রে। দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলে নিয়েছেন দুই উইকেট ও তিন উইকেট। মুম্বইয়ের হয়ে ৯১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।
???????????????????? ???????????????????????????????? returns HOME ????
Read more ???? https://t.co/f9oozQGg8e#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/qFHsPEkRs0
— Mumbai Indians (@mipaltan) October 16, 2024
আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্স দলের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের কমান্ড দেওয়া হয়েছিল। হার্দিকের অধিনায়কত্বে দল বিশেষ কিছু করতে পারেনি। হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ ছিলেন ভক্তরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |