বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির আসরে 2 বারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার সাথে মুখোমুখি লড়াইয়ে কতটা সফল হবে বাংলাদেশ? বৃহস্পতিবারের ম্যাচের আগে এমন সমগোত্রীয় প্রশ্নের উত্তর দিয়েছেন পদ্মা পাড়ের দল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। আগামীকালের ম্যাচের জন্য ভারতকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে শান্ত বলেছেন, বাংলাদেশের ফার্স্ট বোলার এবং অলরাউন্ডাররাই তাঁদের জাত চেনাবে।
বোলারদের ওপর ভর করেই ভারতের রাস্তায় কাঁটা ছড়াবে বাংলাদেশ?
ভারতকে হারাতে হলে কেমন পরিকল্পনা দরকার? দুবাইয়ের মাঠে রোহিত শর্মাদের বিপক্ষে কোন কৌশলে এগোবে বাংলাদেশ? ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওপার বাংলার অধিনায়ক শান্ত জানিয়েছেন, দলের বোলারদের ওপর তার ভরসা আছে। তবে ভারতের মতো চ্যাম্পিয়নদের বিপক্ষে ভাল কিছু করে দেখাতে হলে মূলত 3 বিভাগেই নজর দিতে হবে।
ব্যাটসম্যান ও বোলারদের পাশাপাশি টিমের অলরাউন্ডারদেরও ভাল করতে হবে। বাংলাদেশের অধিনায়ক বলেন, আমরা গত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে ভাল খেলছি। পরিস্থিতি অনুযায়ী লড়াইয়ের ক্ষমতা রয়েছে। এখন কন্ডিশনও চেনা। তবে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগে কৌশলগতভাবে খেলতে হবে। ভারতের বিরুদ্ধে পরিকল্পনামাফিক খেলতে পারলেই আগামীকালের ম্যাচে ভাল কিছু হতে পারে।
এদিন বাংলাদেশের ফার্স্ট বোলার ও স্পিনারদের পাশাপাশি শান্ত দলের অলরাউন্ডারদের প্রসঙ্গ যোগ করেন। খেলোয়াড় জানান, আমাদের বেশ কয়েকজন ভাল অলরাউন্ডার আছে। তাদের ওপর আমাদের ভরসা অটুট। সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচ জিততে হবে। এখন আমরা খুব একটা বেশি কিছু ভাবছি না। দলে রানার মতো ধুরন্ধর পেসারকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি।
বাংলাদেশি তরুণের প্রতি বিশ্বাস রেখেছেন শান্ত
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের 22 বছর বয়সী পেসার নাহিদ রানাকে নিয়ে প্রশংসার ঝড় তুলেছিলেন অধিনায়ক শান্ত। ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে তাঁর ওপর যে বাড়তি চাপ থাকবে এ কথা বোঝাই গিয়েছে ওপার বাংলার অধিনায়কের কথায়। যদিও এই বাঙালি তরুণ নিজের ক্রিকেট কেরিয়ারে অসামান্য কৃতিত্ব রেখেছেন। বাংলাদেশের হয়ে যে খুব একটা ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে তেমনটা নয়। এখনও পর্যন্ত দেশের জার্সি গায়ে 6টি টেস্ট ম্যাচ মিলিয়ে মোট 20টি উইকেট ভেঙেছেন।
তবে ওয়ানডে ক্রিকেটে মাত্র 3 ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে রানার। তবে ম্যাচের সংখ্যা কম হলেও রানার উইকেট সংখ্যা তাজ্জব করেছে সকলকে। জানা যাচ্ছে, মাত্র 3টি ওয়ানডে ম্যাচ খেলে 4টি উইকেট ভেবেছেন ওপার বাংলার রানা। দলের তরুণ প্রতিভার এমন কীর্তি দেখেই শান্ত বলেছেন, আগে আমরা পেস আক্রমণ নিয়ে চিন্তা করতাম। তবে গত কয়েক বছর আমাদের পেস বোলিং দুর্দান্ত।
রানার মতো একজনকে পেয়েছি। গত ম্যাচে সে খুব ভাল কাজ করেছে। সেই ফর্ম ধরে রেখেই যদি ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারে তবে ব্যাপারটা দারুণ হবে। তাসকিনও দারুন বোলিং করছে। বাংলাদেশের ফাস্ট বোলাররা সঠিক জায়গায় বল করলে দল উপকৃত হবে বলেই মনে করছেন তৌহিদ হৃদয় ও তানজিদ হাসানদের অধিনায়ক শান্ত।
অবশ্যই পড়ুন: শক্তি বাড়ল টিম ইন্ডিয়ার, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগেই চরম সুখবর
উল্লেখ্য, দুবাইয়ের মাঠে প্রতিপক্ষ ভারতের ম্যাচে বাংলাদেশের অবস্থান নিয়ে শান্ত বলেছেন, দলের ব্যাটসম্যানদের টিকে খেলতে হবে। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে রানও করতে হবে তাদের। দলের অনেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন। আশা করছি, দুবাইয়েও খুব একটা সমস্যা হবে না।