এবার থেকে ভারতের হয়ে খেলতে পারবেন ভারতীয় বংশোদ্ভুতরা! বিরাট সিদ্ধান্তের পথে কেন্দ্র

Published on:

National Sports Policy, players of Indian descent will be able to play for the national team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন খেলো ভারত নীতি নিয়ে চলতে চাইছে দিল্লি। মূলত সেই কারণেই এবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ হতে পারে দেশীয় বংশোদ্ভূত বিদেশিদের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই নতুন নীতিতে অনুমোদন দিয়েছে দিল্লি। আর সেই নীতিতে স্পষ্ট বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড়রা এবার জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বর্তমান নিয়ম কী ?

জানিয়ে রাখি, ভারতীয় দলে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বর্তমানে যে নিয়ম রয়েছে তা হল, একজন খেলোয়াড়ের কাছে অবশ্যই এদেশের পাসপোর্ট থাকতে হবে। ভারতীয় পাসপোর্ট থাকলে তবেই তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারেন। যদিও এমন নিয়ম নিয়ে দীর্ঘদিন সরব হয়েছিলেন বহু বিশেষজ্ঞ। বেশিরভাগেরই দাবি, ভারতীয় বংশোদ্ভুত অর্থাৎ বিদেশে খেলা প্লেয়াররা জাতীয় দলের হয়ে খেললে আদতে লাভ হবে আমাদেরই!

মূলত দীর্ঘদিন ধরে সেই সব দাবি খতিয়ে দেখেই এবার নতুন খেলো ভারত নীতিতে হাঁটতে চাইছে কেন্দ্র। আপাতত যা খবর, কেন্দ্রের অনুমোদনের পর খেলো ভারত নীতি মেনে আগামী দিনে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যাবে বলেই আশা করছেন দেশের বহু সুবুদ্ধি সম্পন্নরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নতুন খেলো ভারত নীতিতে ঠিক কী বলা হয়েছে?

কেন্দ্রের তরফে অনুমোদন পাওয়া নতুন খেলো ভারত নীতি 2025 এ স্পষ্ট করে বলা হয়েছে, খেলাধুলার মাধ্যমে শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা যাবে। মূলত ক্রীড়াকে সামনে রেখে আগামী দিনে আন্তর্জাতিক কূটনীতিতে লাভের মুখ দেখতে পারে দিল্লি। এক কথায়, নতুন খেলো ভারত নীতি অনুযায়ী, আগামী দিনে খেলাধুলাকেই হাতিয়ার বানিয়ে আন্তর্জাতিক কূটনীতিকে সচল রাখা যাবে।

বলা বাহুল্য, ওই নীতিতে আরও বলা রয়েছে, আগামী দিনে প্রতিভাবান ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় যারা বর্তমানে বিদেশে খেলছেন তাঁদের জাতীয় দলে খেলতে উৎসাহিত করা হবে। অর্থাৎ বিদেশ থেকে দেশে ফিরে তাঁরা যাতে ভারতীয় দলের হয়েই খেলতে পারেন সেদিকেই নজর দেবে এই নয়া নীতি। যদিও আপাতত ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

অবশ্যই পড়ুন: বকেয়া ২৫% DA-র সাথে জুড়ল SSC Scam! রাজ্যকে পাল্টা চাপ কর্মীদের

উল্লেখ্য, একটা সময়ে ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড়দের জাতীয় দলে খেলানোর একাধিক দাবি পেয়েও নিরব ছিল ফেডারেশন। তবে সাম্প্রতিক সময়ে ফেডারেশনের তরফে বারংবার ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ারদের ভারতীয় দলে খেলানোর দাবি জানানো হয়। একাধিক রিপোর্ট মারফত খবর, ফেডারেশনের উচ্চপদস্থ কর্তারা ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে খেলানোর জন্য কেন্দ্রের সাথে দফায় দফায় আলোচনা সেরেছেন।

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক এক ফেডারেশন কর্তা জানিয়েছেন, আমাদের দাবি ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড়দের জাতীয় দলে খেলানো হোক। তবে এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারব না। যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রই নেবে। যদিও আমাদের প্রেসিডেন্ট কেন্দ্রের সাথে বেশ কয়েকবার আলোচনায় বসেছিলেন! এখন দেখার শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group