কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট খেলা চলছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে দারুণ চাপে ভারত। প্রথম ইনিংসে ১৮০ রান করেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ব্যাট হাতে নেমে প্রথম ইনিংসে ৩৩৭ রান করে। ১৪৭ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা ভারতীয় ব্যাটাররা প্রথম থেকেই নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসতে থাকে। রাহুল, যশস্বী তো ফেলই। ধারাবাহিক ভাবে টানা ব্যর্থ হয়ে আসছে রোহিত শর্মা ও বিরাট কোহলিও। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার ৫ উইকেট খুইয়ে ১২৮ রান করেছে। তবে এরই মধ্যে দলে ফেরার মরিয়া চেষ্টা করতে থাকা মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়ে এল খারাপ খবর।
চোট সারিয়ে রনজি ট্রফিতে ফিরেছিলেন মহম্মদ শামি। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দারুণ পারফর্ম করছেন তিনি। সবাই আশা করছিল যে, শীঘ্রই তাঁকে অস্ট্রেলিয়া পাঠানো হবে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলার জন্য। কিন্তু বর্তমানে যা খবর আসছে, তা শুনে মনে হচ্ছে যে, শামির অস্ট্রেলিয়া সফরে যাওয়ার স্বপ্ন পূরণ হবে না।
মহম্মদ শামির স্বপ্নভঙ্গ
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা মহম্মদ শামির উপর নজর রাখছে বিসিসিআই। শোনা যাচ্ছে তাঁর অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা, কিট সব রেডি। কিন্তু আপাতত তাঁর ক্যাঙ্গারুদের দেশে যাওয়া হচ্ছে না। শোনা যাচ্ছে যে, ন্যশানাল ক্রিকেট অ্যাকাডেমি এখনও শামির ফিটনেস নিয়ে ছাড়পত্র দেয়নি। এই ছাড়পত্র না পেলে অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার সাথে যুক্ত হতে পারবেন না শামি। তাঁকে SMAT-তেই খেলতে হবে।
NCA ক্লিয়ারেন্স না দিলে খেলতে পারবেন না শামি
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, BCCI পরিস্কার জানিয়ে দিয়েছে যে শামিকে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য নিজের ওজন কমানোর পাশাপাশি ১০০ শতাংশ ফিটনেসও রাখতে হবে। এই মাপকাঠি পূরণ না হলে শামির আন্তর্জাতিক খেলা সম্ভব নয়। অন্যদিকে NCA-র মতে শামি এখনও সম্পূর্ণ ফিট হয়ে ওঠেননি। এই কারণে তাঁকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |