পহেলগাঁও হামলার পর মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, সম্মুখ সমরে নীরজ-আরশাদ

Published:

Updated:

Neeraj and Arshad face off in India vs Pakistan Javelin Tournament soon
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত বছরগুলিতে পাকিস্তানের সাথে সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে ভারতের। যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ক্রীড়া ক্ষেত্রেও। বিশেষত ক্রিকেটে ভারত-পাক সম্পর্ক এখন বিশ বাঁও জলে। এমতাবস্থায়, ক্রিকেটের পাশাপাশি অলিম্পিক্সেও ধাক্কা খেয়েছিল দুই চির প্রতিদ্বন্ধীর সম্পর্ক।

মূলত পহেলগাঁও জঙ্গি হামলার পরই নীরাজ চোপড়ার ক্লাসিক টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথ পিছিয়ে যায়। তবে কয়েক মাস ঘুরতেই এবার এল বড় খবর। The Tribune-এর রিপোর্ট অনুযায়ী, পাক জ্যাভেলিন থ্রোয়ারের নাম প্রত্যাহারের পর অবশেষে আগস্টে মুখোমুখি হতে চলেছে অলিম্পিকসের দুই প্রতিদ্বন্ধি ভারত-পাকিস্তান। আসন্ন সিলেসিয়া ডায়মন্ড লিগে সম্মুখ সমরে উপস্থিত হবেন চোপড়া ও নাদিম।

শেষবারের মতো চোপড়াকে পেছনে ফেলেন আরশাদ

বলে রাখি, গত বছর প্যারিস অলিম্পিক্সে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিলেন ভারত ও পাকিস্তানের দুই অ্যাথলেট। যদিও সেই আসরে 92.97 মিটার থ্রোয়ে জয় হাঁসিল করেছিলেন পাকিস্থানের আরশাদ। জিতেছিলেন সোনার মেডেল। এদিকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরাজকে। তবে এবার সেই অপ্রাপ্তি মেটানোর সুযোগ রয়েছে ভারতের ছেলের কাছে।

কবে হবে দুই প্রতিদ্বন্ধীর ম্যাচ?

আপাতত রিপোর্ট যা বলছে, পোল্যান্ডের সিলেসিয়া ডায়মন্ড লিগে বদলা নেওয়ার সুযোগ রয়েছে নীরজের। কিন্তু প্রশ্ন, কবে গড়াবে ভারত বনাম পাকিস্তানের টুর্নামেন্ট? জানা যাচ্ছে, আগামী 16 আগস্ট সিলেসিয়া ডায়মন্ড লিগ টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারতের নীরজ ও পাকিস্তানের আরশাদ। বলা বাহুল্য, বিগত দিনগুলিতে নিজেকে প্রতি মুহূর্তে তৈরি রাখার চেষ্টা করেছেন নীরজ। চলেছে হাড় ভাঙা পরিশ্রম।

শেষবারের মতো 90 মিটারের গন্ডি টপকে জিতেছেন প্যারিস ডায়মন্ড লিগ। শুধু তাই নয় বেঙ্গলুরুতে আয়োজিত ক্লাসিক টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। এখন দেখার পোল্যান্ডে পাক প্রতিদ্বন্দ্বীর পুরনো হিসেব মিটিয়ে নিতে পারেন কিনা।

অবশ্যই পড়ুন: লর্ডসে রাহুলের দাদাগিরি! শতরান হাঁকিয়েই গড়লেন একাধিক রেকর্ড

প্রসঙ্গত, শনিবারই পোল্যান্ড সিলেসিয়া ডায়মন্ড লিগ টুর্নামেন্টে ভারতের নীরজ চোপড়া ও পাকিস্তানের আরশাদ নাদিমের সম্মুখ সমরের কথা নিশ্চিত করেছেন উদ্যোক্তারা। শোনা যাচ্ছে, 16 আগস্ট নীরজের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন আরশাদ। একইভাবে ভারতীয় অ্যাথলেটও প্রতিপক্ষকে যোগ্য জবাব দিতে প্রস্তুত। এখন দেখার বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ বনাম অলিম্পিক্সে সোনার পদকজয়ী আরশাদের মধ্যে কার পাল্লা কত ভারী হয়!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join