ইংল্যান্ড সিরিজের মাঝেই বিদেশিনীর প্রেমে মজেছেন যশস্বী জয়সওয়াল? ফাঁস হল ছবি!

Published:

Netizens claim that Yashavi Jaiswal is in love with a young woman from England
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই জাত চিনিয়েছে ভারতের ছেলেরা। রোহিত, বিরাটকে ছাড়া মুখ থুবড়ে পড়বে ভারতীয় দল, এমন সব উক্তিকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে শুভমনের টিম ইন্ডিয়া। আর সেই আসরের একেবারে শুরুর দিকে সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে উঠে এসেছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

ইংলিশ বাহিনীর বিরুদ্ধে শুক্রবার প্রথম টেস্টে 158 বলে 101 রানের বিধ্বংসী ইনিংস খেলেন জয়সওয়াল। আর এরপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে পারফরমেন্সের পাশাপাশি ভারতীয় তারকার ব্যক্তিগত জীবনও বারবার উঠে আসছে আলোচনায়। নেপথ্যে কোন কারণ? জানব।

জয়সওয়ালের বান্ধবীকে নিয়ে উঠছে প্রশ্ন

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসের পর পুরনো কাসুন্দি ঘেঁটে ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়েও জোড় আলোচনা শুরু করেছেন নেট নাগরিকরা। সূত্রের খবর, জয়সওয়ালের বান্ধবী ম্যাডি হ্যামিল্টন ইংল্যান্ডের বাসিন্দা। অনেকেই বলছেন, তাঁরা দুজন নাকি বহু আগে থেকেই ডেটিং করছেন।

Netizens claim that Yashavi Jaiswal is in love with a young woman from England

নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি, ম্যাডি বহুবার যশস্বীর জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে ভারতে এসেছিলেন। তাছাড়াও একেবারে স্টেডিয়ামে বসে ভারতীয় তারকার জন্য গলা ফাটিয়েছেন তিনি। জানা যায়, ইংলিশ তরুণীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সম্প্রতি রাজস্থান রয়্যালসের জার্সিতে তাঁর একটি ছবি খুঁজে পেয়েছেন নেট নাগরিকরা। আর এরপরই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন নেট মহলে সময় কাটানো মানুষজন।

Netizens claim that Yashavi Jaiswal is in love with a young woman from England

অবশ্যই পড়ুন: ইডেনে বিজ্ঞাপন নিয়ে ২৯ বছর পর হাইকোর্টের রায়ে জয় CAB-র

ম্যাডির সাথে সম্পর্কে রয়েছেন জয়সওয়াল?

বিগত তিন বছর ধরে ভারতীয় ক্রিকেটার জয়সওয়ালের সাথে ইংল্যান্ড নিবাসী ম্যাডির নাম জড়িয়ে একাধিক গুঞ্জন ছড়িয়েছে নেয় দুনিয়ায়। নেট মহলের অনেকেরই দাবি, ম্যাডির সাথে প্রেম করছেন যশস্বী! তাঁরা নাকি গোপনে একে অপরের সাথে সিরিয়াস রিলেশনশিপে রয়েছেন!

নেট নাগরিকদের জল্পনা আরও বাড়ে ভারতীয় তারকার একটি পোস্ট ভাইরাল হওয়ার পরই। বেশ কয়েক মাস আগে একবার সোশ্যাল মিডিয়ায় ম্যাডি ও তাঁর ভাইয়ের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন যশস্বী। আর তারপর থেকেই ম্যাডির সাথে ভারতীয় তারকার সম্পর্ক রয়েছে বলেই ধরে নিয়েছেন নেট নাগরিকরা। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি টিম ইন্ডিয়ার ভরসাযোগ্য ক্রিকেটার জয়সওয়াল।

Netizens claim that Yashavi Jaiswal is in love with a young woman from England

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join