বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার গোয়ার ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal FC)। রয়েছে জেতার তাগিদ। বছরের শুরুতে একটানা পরাজয় দেখে শত্রুপক্ষকে আর একফোঁটাও জায়গা ছাড়তে রাজি নয় অস্কার ব্রুজোর দল। তাই গোয়ার বিরুদ্ধে আসন্ন ম্যাচটা গোল দিয়ে শুরু করতে চাইবে লাল হলুদ। তবে তার আগে অস্বস্তি বাড়িয়েছেন আনোয়ার আলিরা। চোটের কারণে ডার্বির আগে থেকেই বিশ্রামে রয়েছেন তিনি।
কিছুটা চোট কাটিয়ে কলকাতায় ফিরেছেন সল ক্রেসপো। তবে পুরোপুরি ফিট না হওয়ায় অনুশীলনে ফিরলেও গোয়ার ম্যাচে দেখা যাবে না তাঁকে। অন্যদিকে ডার্বিতে কার্ড দেখে বাইরে রয়েছেন শৌভিক চক্রবর্তী। ফলত, প্লে অফে ওঠার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে একপ্রকার দুশ্চিন্তায় মশাল বাহিনী। এহেন আবহে আশার আলো জুগিয়েছেন নতুন বিদেশী মিডফিল্ডার। মনে করা হচ্ছে রবিবারই গোয়ার ম্যাচ দিয়ে ইস্টবেঙ্গলে অভিষেক হবে তাঁর।
গোয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে চোট জর্জরিত ইস্টবেঙ্গলকে!
চলতি ISL-এ ইস্টবেঙ্গলের যা অবস্থা, তাতে লাগাতার পরাজয়ের পর এখন আসন্ন ম্যাচগুলি আবশ্যিক হয়ে পড়েছে। প্লে অফের দৌঁড়ে নিজেদের টিকিয়ে রাখতে গেলে গোয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুভারম্ভ করতে হবে অস্কারদের। তবে প্রতিপক্ষ যেহেতু গোয়া, তাই বাড়তি চিন্তা থেকেই যায়। ISL-এর বর্তমান পয়েন্ট তালিকা বলছে, 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গোয়া। অন্যদিকে লাগাতার হারের পর 15 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 11 নম্বরে জায়গা হয়েছে ইস্টবেঙ্গলের।
কাজেই এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে একটানা আক্রমণ চালিয়ে গোল করাটা যথেষ্ট চাপের হবে ইস্টবেঙ্গলের পক্ষে। তবে কঠিন হলেও অসম্ভব নয়। এই ঘটনা বাস্তবায়িত করতে হলে দুর্বল রক্ষণভাগ সামলে মাঠের দু প্রান্ত থেকে জোরালো আক্রমণ শানিয়ে গোয়ার সাপ্লাই লাইন কাটতে হবে ব্রজোর ছেলেদের। তবেই ধরা দেবে সাফল্য। তবে প্রশ্ন একটাই, চোট আঘাতে জর্জরিত দল কি শেষ পর্যন্ত লড়াইটা ধরে রাখতে পারবে? উত্তর মিলবে সময় এলেই।
অবশ্যই পড়ুন: ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি, চিনকে ঠেকাতে ফিলিপাইনের পর আরেক দেশ কিনবে ব্রহ্মোস
রবিবারই নতুন বিদেশি পাচ্ছে ইস্টবেঙ্গল!
এখনও পর্যন্ত যা খবর, চোট যন্ত্রণাকে সামনে রেখে পুরোপুরি ফিট না হওয়ায় আনোয়ার আলিকে এ সপ্তাহে মাঠে পাচ্ছে না লাল হলুদ। সূত্র বলছে, পুরোপুরি সুস্থ না হলে তাঁর বিশ্রামের মেয়াদ আরও বাড়তে পারে। আনোয়ারের পাশাপাশি গোয়ার ম্যাচে দলকে সঙ্গ দিতে পারবেন না সল ক্রেসপোও। তবে এর আগে তাঁর মাঠে ফেরা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল। বলা হয়েছিল, গোয়ার ম্যাচেই নাকি দেখা মিলবে তাঁর। তবে তা আপাতত বাস্তবায়িত হচ্ছে না।
আরও পড়ুনঃ TRP টপার হতেই নিন্দুকদের জবাব, মুখ খুললেন ‘পরিণীতা’র অভিনেতা উদয় প্রতাপ
বেশ কিছু সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে 24 জানুয়ারি কেরলের বিরুদ্ধে মাঠে নামতে পারেন তিনি। তবে দুঃখের মাঝেও রয়েছে স্বস্তির খবর। জানা যাচ্ছে, কুঁচকির চোট কাটিয়ে রবিবারের ম্যাচেই অভিষেক হতে পারে বিদেশি মিডফিল্ডার রিচার্ড সেলিসের। ফলত, এখন তাঁকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করেছে মশাল ব্রিগেড।