কাটছে জট, এশিয়া কাপে সেপ্টেম্বরের প্রথমেই মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

Published on:

New update on the high voltage Asia Cup match of India vs Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান? এটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা, বিগত বছরগুলিতে পশ্চিমের প্রতিবেশীর সাথে ভারতের সম্পর্ক যে হারে তলানিতে ঠেকেছে, তাতে ক্রিকেট তো দূর, কোনও ক্ষেত্রেই পাকিস্তানের মুখ দেখতে চাইছেন না ভারতবাসী!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমতাবস্থায়, এশিয়া কাপ নিয়ে পারদ ক্রমশ চওড়া হচ্ছিল। জট ছিল ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়েও। এদিকে এই চির প্রতিদ্বন্দ্বী দুই দল না খেললে এশিয়া কাপের ভবিষ্যৎ অন্ধকার, সেটাও বুঝে গিয়েছেন অনেকেই। আবহ যখন এমন ঠিক সেই পরিস্থিতিতে, কিছুটা হলেও মিটল সমস্যা!

এশিয়া কাপে নামছে ভারত, পাকিস্তান?

বিগত দিনগুলিতে এশিয়া কাপ নিয়ে গঙ্গা দিয়ে জল বয়ে গিয়েছে অনেকটাই। তবে ঠিক কবে থেকে এশিয়া কাপ শুরু হবে তা নিয়ে পাকাপাকি কোনও সিদ্ধান্ত জানায়নি ACC। এমতাবস্থায় শোনা যাচ্ছে, আসন্ন 5 সেপ্টেম্বর থেকেই সংযুক্ত আরব আমিরশাহীতে গড়াতে পারে টুর্নামেন্ট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সূত্রের খবর, ইতিমধ্যেই এশিয়া কাপের সূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে জোর কদমে। ফলত, এশিয়া কাপ শুরুর দিন নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রসঙ্গও। সে ক্ষেত্রে সূত্রের খবর যদি সত্যি হয় তবে, টুর্নামেন্ট শুরু হওয়ার তৃতীয় দিন অর্থাৎ 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে ভারত বনাম পাকিস্তানের বহু অপেক্ষিত ক্রিকেট ম্যাচ।

তবে বলে রাখি, এশিয়া কাপ নিয়ে যে আলোচনা হয়েছে তার কোনওটিই এখনও পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। আসলে গোটা বিষয়টাই আলোচনা স্তরে রয়েছে। কাজেই আগামী দিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই গড়াবে বহু অপেক্ষিত এশিয়া কাপ।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলে সই করলেন ৬ ফুট ২ ইঞ্চির বাঘা ডিফেন্ডার! কে এই মার্তন্ড রায়না?

এশিয়া কাপের বিকল্পও ভেবে রাখছে কাউন্সিল

রিপোর্ট অনুযায়ী, আগামী 24 জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি বৈঠক হওয়ার কথা। তবে শোনা যাচ্ছে, বর্তমানে ওই দিনে বৈঠক হবে কিনা তা নিয়ে তৈরি রয়েছে গভীর সংশয়। এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত না জানালে গড়াবে না এশিয়া কাপ।

যদিও সূত্র বলছে, শেষ পর্যন্ত যদি এশিয়া কাপ না হয় সে ক্ষেত্রে বিকল্প পথও নাকি ভেবে রেখেছে ACC। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এশিয়া কাপ না হলে, ওই উইন্ডোতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হতে পারে। যদিও ওয়াকিবহাল মহল বলছে, এখনই এশিয়া কাপ বাতিল হওয়ার মতো তেমন একটা শক্তপোক্ত সম্ভাবনা নেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group