প্রীতম সাঁতরা, কলকাতাঃ অন্তিম দিনে এল না মহাকাব্যিক কোনও জয় (IND vs NZ)। বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নস্বামী স্টেডিয়ামে ভারতকে হারল নিউজিল্যান্ড। পঞ্চম দিনে ব্যাট করতে নেমে সহজে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
রবিবার সকালেও হয়েছে বৃষ্টি
রবিবার সকালেও বেঙ্গালুরুর আবহাওয়া (Bengaluru Weather) ছিল স্যাঁতসেঁতে। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল সকালের দিকে। ঢাকা ছিল মাঠ। আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ার পর শুরু হয় ম্যাচ।
শূন্য রানে নিউজিল্যান্ডের উইকেট পতন
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। নিউজিল্যান্ডের দুই ওপেনার অধিনায়ক টম লাথাম ফেরেন শূন্য রানে, ডেভন কনওয়ে প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। ৩৫ রানে নিউজিল্যান্ডের জোড়া উইকেটের পতন। দু’টি উইকেটই নিয়েছেন বুমরাহ।
প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন বুমরাহ
নতুন উইকেট ও মেঘলা আবহাওয়ার সুযোগ নিয়ে ম্যাচের প্রথম ইনিংসে ভারতকে ৪৬ রানে থামিয়েছিল নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের সামনেও অনুরূপ কিছু করে দেখানোর সুযোগ ছিল। কম রান করেও অভাবনীয় জয় আদায় করার উদারণ টেস্ট ক্রিকেট ইতিহাসে রয়েছে। বুমরাহ প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের আশা কিঞ্চিৎ বৃদ্ধি করেছিলেন। তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবরা। রাচিন রবীন্দ্র (অপরাজিত ৩৯ রান) ও উইল ইয়ং (অপরাজিত ৪৮ রান) নিউজিল্যান্ডের জন্য জয় নিশ্চিত করেন।
Wtc Point Table-এ ভারতের অবস্থান
এই পরাজয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রম তালিকায় অবশ্য খুব একটা সমস্যার মুখে পড়েনি ভারত। ৬৮.০৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রইল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সিরিজের বাকি ম্যাচ দু’টি জিতে অস্ট্রেলিয়া সফরের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে দল। অন্যদিকে এই জয়ের সাথে WTC পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থান থেকে চারে পৌঁছেছে নিউজিল্যান্ড। আর Wtc Point Table-এ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।