বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিসেম্বরের শেষেই এলো সুখবর। প্রিয় তারকার ফের বাবা হওয়ার খবরে অপেক্ষার বাধ ভাঙলো ভক্তদের। হ্যাঁ, বড়দিনের উৎসব মুখরিত সময়ে পরিবার বড় হওয়ার খবর সমাজ মাধ্যমে জানালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বের সবচেয়ে সফল ফুটবল দলগুলির অন্যতম দল ব্রাজিল যোদ্ধার এহেন খবরে কৌতূহলের পারদও অনেকটাই থিতিয়ে গিয়েছে ভক্তদের।
সোশ্যাল মিডিয়ায় ভেসে এলো নেইমারের বাবা হওয়ার খবর
পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে সে কথা আগেই জানিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফুটবল তারকার সোশ্যাল প্ল্যাটফর্মের দৌলতে ভক্তরাও জেনে গিয়েছিলেন তারকা বান্ধবী মডেল ব্রুনা বিয়ানকর্দির গর্ভে বেড়ে উঠছিল আরও এক কন্যাসন্তান। নেইমার-ব্রুনার প্রথম কন্যা সন্তানের নাম মাভি।
2023 সালের অক্টোবরে নেইমার কন্যা ম্যাভি, পৃথিবীর আলো দেখার পরই বিচ্ছেদ দানা বাঁধে নেইমার ও ব্রুনার জীবনে। একেবারে ভিন্নক্ষেত্রের দুটি মানুষ বিচ্ছেদের পরই রাস্তা বদলে ফেলেন। তবে পরে দুজন এক হলেও বিচ্ছেদের কারন নিয়ে যথেষ্ট সংশয় ছিলেন ভক্তরা। কিন্তু সময়ের সাথে সাথে সেই খবরও সামনে এসেছে।
চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার
মাঠ দখলের লড়াইয়ে দলকে এগিয়ে রাখা নেইমার ডিসেম্বর শেষের দ্বারপ্রান্তে পৌঁছে আবারও বাবা হওয়ার খবরে ঝড় তুললেন সমাজ মাধ্যমে। 32 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবল তারকার কোলে এবার চতুর্থ সন্তানের আগমন। হ্যাঁ, আগেই 3 সন্তানের বাবা হয়েছেন নেইমার। যদিও তাঁদের প্রত্যেকের মা ভিন্ন তিনজন!
ফাঁস হলো বিচ্ছেদের আসল কারণ
13 বছরের ছেলে দাভিলুকার মা ব্রাজিলিয়ান তারকার প্রথম বান্ধবী ক্যারোলিনা দান্তাস। মাভি যে নেইমারের তৃতীয় পক্ষ অর্থাৎ ব্রুনার সন্তান এ কথা আগেই জানানো হয়েছে। তবে মেয়ে মাভি ছাড়াও আরও এক কন্যা সন্তান রয়েছে নেইমারের। ফুটবল তারকার আরেক বান্ধবী আমান্দা কিম্বালির কোল আলো করে জন্ম নেওয়া সেই মেয়ের নাম হেলেনা। জানা যায়, এই খবর গোপন সূত্রে ব্রুনার কানে পৌঁছতেই নেইমারের সাথে বিচ্ছেদ হয়ে যায় তাঁর।