দক্ষিণ আফ্রিকা সফরে সূর্যকুমারদের কোচ বদল, গৌতম গম্ভীরের জায়গায় আসছেন অন্যজন

Published on:

suryakumar yadav gautam gambhir

কলকাতাঃ T20 বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর দিয়ে টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে পথচলা শুরু করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কোচ হওয়ার পর এখনও অবধি তেমন কোনও সাফল্য হাতে না আসলেও, লজ্জার কয়েকটি রেকর্ড সৃষ্টি হয়েছে তার অধীনে। শ্রীলঙ্কার মাটিতে দুই দশক পর ওয়ানডে সিরিজ হার থেকে শুরু করে ঘরের মাটিতে ১২ বছর পর টেস্ট সিরিজ হার। দুইই হয়েছে গৌতম গম্ভীরের অধীনে। আর এই নিয়ে তাঁকে নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। আর এরই মধ্যে শোনা যাচ্ছে যে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে সূর্যকুমারদের কোচ হিসেবে যাচ্ছেন যা গৌতম গম্ভীর।

সাউথ আফ্রিকা সিরিজে অধিনায়ক সূর্যকুমার যাদব

WhatsApp Community Join Now

শ্রীলঙ্কায় T20 সিরিজ দিয়ে গম্ভীরের পথচলা শুরু হয়েছিল। সেই সিরিজে তিনি সাফল্যও পেয়েছিলেন। তবে এবার দক্ষিণ আফ্রিকার T20 সিরিজে তিনি ভারতীয় দলের সঙ্গে থাকছেন না। এর বড় কারণও রয়েছে। আসলে দক্ষিণ আফ্রিকায় T20 সিরিজের পরই অস্ট্রেলিয়ার রয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি। দুটো সিরিজেই ভারতের হয়ে দুটি আলাদা দল খেলবে।

গৌতম গম্ভীরের বদলে হেড কোচ ভিভিএস লক্ষ্মণ

দক্ষিণ আফ্রিকায় সিরিজ চলাকালীনই ভারতীয় দল বর্ডার-গাভাস্কার ট্রফি খেলার জন্য অস্ট্রেলিয়ায় চলে যাবে। আর সেই কারণে গম্ভীরকে ছাড়াই প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে হবে সূর্যকুমারদের। তবে সেই সময় জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। বর্তমানে লক্ষ্মণ NCA বয়া জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব পালন করছেন। সেখান থেকে সাময়িক অব্যহতি নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের সঙ্গে থাকবেন।

তবে এই প্রথম নয় যে, দলের হেড কোচ ছাড়াই কোনও সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। এর আগেও রাহুল দ্রাবিড়ের আমলে ভিভিএস লক্ষ্মণ কয়েকটি সিরিজে টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলেছেন। সদ্যই ভারতীয় দলের দায়িত্বে এসেছেন গভীর। আর গৌতমের জমানায় এমনটা প্রথম হতে চলেছে।

সঙ্গে থাকুন ➥
X