কলকাতাঃ ২০২৪-র আইপিএলে সবথেকে দামি প্লেয়ার ছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc)। মেগা নিলামে অস্ট্রেলিয়ার এই পেসারকে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল KKR। তবে এবার তাঁকে আর দলে রাখেনি KKR। এবার নিলামের টেবিলে দেখা যাবে মিচেল স্টার্ককে। কিন্তু এবার আর মিচেল স্টার্ক আগেরবারের মতো দর পাবেন না। আর এর প্রধান কারণ হল, ২০২৪-র আইপিএলে তেমন প্রভাবই ফেলতে পারেননি তিনি। এছাড়াও বয়স বাড়ছে। তবে, মিচেল স্টার্কের সবথেকে বেশি দামে বিক্রি হওয়ার অহংকার খুব শীঘ্রই ভাঙতে চলেছেন এক তরুণ ভারতীয় প্লেয়ার।
নভেম্বরই আইপিএলের মেগা নিলাম | IPL Auction In November |
এ মাসের ২৪ ও ২৫ নভেম্বরে সৌদি আরবে আয়োজিত হতে চলেছে IPL-র মেগা নিলাম। এই নিলামের দিকে সবার নজর রয়েছে। এবারের নিলামে মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ সহ বহু নামীদামী প্লেয়ারকে দেখা যাবে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এখন অঙ্ক কষতে বসেছেন কোন প্লেয়ার কত দামে বিক্রি হতে পারে। এছাড়াও IPL দলগুলোও এখন কাকে কাকে কিনবে, হাতে কত টাকা রয়েছে, তা নিয়ে বিচার বিবেচনা করছে।
তবে এবার সবথেকে বেশি চর্চায় যেই প্লেয়ার রয়েছেন, তিনি হলে দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থ। KKR যেমন পন্থকে কিনতে চাইবে, তেমনই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আরও কয়েকটি দলও। তাই এবার পন্থের দর আকাশ ছোঁয়া হতে চলেছে বলে অনুমান। কিছুদিন আগে এক পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার দাবি করেছিলেন যে, এবার পন্থ ৫০ কোটি টাকায় বিক্রি হবেন।
সবথেকে বেশি দামে বিক্রি হবেন ঋষভ পন্থ
প্রাক্তন পাকিস্তানি প্লেয়ার বাসিত আলি দাবি করেছিলেন যে, পন্থকে কিনতে এবার যেকোনও দলকে ৫০ কোটি টাকা খরচ করতে হবে। আর হবেই না কেন? বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ড সফরে যেখানে সব প্লেয়ারই ব্যর্থ হয়েছিলেন, সেখানে পন্থ দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন। তবে ৫০ কোটি না পেলেও গতবার মিচেল স্টার্কের ২৫ কোটির থেকে বেশিতে বিক্রি হবেন পন্থ। এমনটাই অনুমান ক্রিকেট বিশেষজ্ঞদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |