কলকাতাঃ ৩১ অক্টোবর রিটেন প্লেয়ারদের যেই তালিকা প্রকাশ করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), সেই তালিকায় ব্রিটিশ তারকা প্লেয়ার ফিল সল্টের নাম ছিল না। ২০২৪-র IPL-এ KKR-র হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সল্ট। সুনীল নরেনের সঙ্গে ওপেনে নেমে, বিপক্ষ দলের বোলারদের কোমর ভেঙেছিলেন তিনি। তবে প্লে অফে খেলার সুযোগ হয়নি তাঁর। এই নিয়ে সল্ট ও KKR-র আক্ষেপও কম ছিল না। কিন্তু এবার সেই বিধ্বংসী ব্যাটার তথা উইকেটকিপারকে দলে রাখেনি KKR। তবে এও শোনা যাচ্ছে যে, আসন্ন আইপিএল মেগা নিলামে ফের ফিল স্লটের হয়ে নিলামে নামতে পারে কলকাতা।
বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে অধিনায়ক ও কিপারের অভাব রয়েছে। এও শোনা যাচ্ছে যে, KKR ঋষভ পন্থকেও দলে টানতে পারে। কিন্তু এবারের মেগা পন্থকে নেওয়া অত সহজ হবে না কলকাতা পক্ষে। কারণ পন্থ এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাঁকে সব দলই নেওয়ার জন্য ঝাঁপাবে।
বিধ্বংসী ফর্মে ফিল সল্ট
ওদিকে রিটেন তালিকায় না রাখতে পারে ফিল সল্টের জন্যও এবার ডাক উঠবে নাইটদের তরফে। কারণ গতবারের বিধ্বংসী পারফর্ম করা সল্টকে অত সহজে ছাড়বে না KKR। ওদিকে বর্তমানে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজ খেলছে ইংল্যান্ড সেখানেও সল্টের ব্যাট দিয়ে আগুন ঝরছে। আর এই দেখে কলকাতা সহ আরও তিন দলও এবার সল্টকে নিজেদের করতে চাইবে।
ফিল সল্টকে কিনতে পারে যেই ৩ দল
সল্টকে নেওয়ার দৌড়ে ঝাঁপাতে পারে মুম্বই ইন্ডিয়ান্সও। কারণ এবার তাঁরা তাঁদের তারকা উইকেট কিপার ঈশান কিষাণকে দল থেকে রিলিজ করেছে। এছাড়াও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও সল্টকে নেওয়ার জন্য ঝাঁপাবে। কারণ RCB তাঁদের অধিনায়ক তথা উইকেটরক্ষক ফাফ দু প্লেসিসকে ছেড়ে দিয়েছে তাঁরা। এছাড়াও রাজস্থান রয়্যালসও এবার সল্টকে নেওয়ার জন্য ঝাঁপাবে। যদিও RR-র কাছে সঞ্জু স্যামসন রয়েছেন। কিন্তু তাঁরা সম্প্রতি তারকা ব্রিটিশ প্লেয়ার জস বাটলারকে ছেড়ে দিয়েছে। এই কারণে তাঁরাও সল্টকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে।