বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুম শেষের যাত্রাটা রাঙিয়ে দিয়েও বেহাল অবস্থা ইস্টবেঙ্গলের(East Bengal)। এবারের মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের পর AFC চ্যালেঞ্জ লিগ ও সবশেষে সুপার কাপে একেবারে ধরাশায়ী অবস্থা হয়েছে লাল হলুদের। তার ওপর আবার কোচের সাথে মত বিরোধের কারণে দল ছেড়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা।
এছাড়াও মাঝেমধ্যেই ক্লাবের অন্দরমহল থেকে ভেসে আসছে অসন্তোষের সুর, এদিকে বেশিরভাগ বিদেশিই হাতছাড়া হওয়ার জোগাড়! সব মিলিয়ে একেবারে শিরেসংক্রান্তি ইস্টবেঙ্গলের। এমতবস্থায়, শোনা যাচ্ছে আরও একটি নতুন খবর! সূত্র বলছে, ইস্টবেঙ্গলের ঘর ভাঙতে পারে ওড়িশা এফসি। হ্যাঁ, খোঁজ নিয়ে জানা গেল মশাল বাহিনীর বড় ফুটবলারে চোখ পড়েছে তাদের।
লাল হলুদ তারকায় নজর ওড়িশার
বেশ কয়েকটি সূত্র যা জানাচ্ছে, গত মরসুমটা দুর্দান্তভাবে শেষ করার পর একাধিক ফুটবলার সই করিয়েছিল ইস্টবেঙ্গল। সেই তালিকায় ছিলেন তারকা ফুটবলার নিশু কুমারও। তবে সাম্প্রতিক সময়ে লাল হলুদের হয়ে নিজের জাত চেনাতে পারেননি তিনি। ফলে আগামী মরসুমের আগেই তাঁকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল।
তাছাড়াও চলতি মাসের শেষেই নিশুর সাথে চুক্তি শেষ হচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের। শোনা যাচ্ছে, এই সুযোগ কাজে লাগিয়েই নিশু কুমারকে দলে টানতে চাইছে প্রতিদ্বন্দ্বী ওড়িশা এফসি।
হিসেব যা বলছে, আপাতত চুক্তি শেষ হলে নতুন করে নিশুর সাথে চুক্তি বাড়াতে চাইবে না অস্কার ব্রুজোর দল। ফলত, ওড়িশা এফসি যদি নিশুকে নিতে বাস্তবিক অর্থে আগ্রহী থাকে সেক্ষেত্রে তাঁকে সহজেই দলে টানতে পারবে তারা, মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ।
তবে সূত্রের খবর, শুধুমাত্র ওড়িশা নয়, নিশুর মতো একজন দক্ষ ফুটবলারকে সই করিয়ে শক্তি বাড়াতে চাইছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল। কাজেই এমন পরিস্থিতিতে, নিশু কুমারকে নিয়ে ইস্টবেঙ্গল কী সিদ্ধান্ত নেয় সেদিকে চোখ থাকবে সকলেরই।