বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ দুর্গাষষ্ঠী। শারদীয় আমেজে মেতে উঠেছে কল্লোলিনী। যেই দিনগুলোর জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকে আপামোর বাঙালি, আজ থেকেই সেই শুভ সময় শুরু। এরই মাঝে উঠে আসছে এক আনন্দের খবর। শোনা যাচ্ছে, কলকাতা ময়দানের প্রধান ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো তাঁর মেয়ের নাম (Oscar Bruzon Daughter Name) দেবী দুর্গার নামেই রেখেছেন। বাংলার প্রতি অগাধ ভালবাসা থেকেই এমন কীর্তি লাল হলুদ কোচের। সম্প্রতি, কলকাতার এক পুজো অনুষ্ঠানে গিয়েই এ কথা প্রকাশ করেছেন তিনি।
অস্কারের মেয়ের নাম উমা
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কলকাতার এক পুজো মণ্ডপে উপস্থিত হয়ে ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার বলেন, তিনি তাঁর মেয়ের নাম মা দুর্গার নামেই রেখেছেন। তাঁর মেয়ের নাম উমা। ব্রুজোর কথায়, আমার মেয়ের নাম উমা রেখেছি। এটা দেবী দুর্গারই আরেক নাম। তাই শারদোৎসব নিয়ে আমার মনে এক আলাদা উৎফুল্লতা রয়েছে। দুর্গাপুজোর স্থান আমার হৃদয় আলাদা জায়গায়। সকলকে দুর্গাপুজো উপলক্ষ্যে ইস্টবেঙ্গল পরিবারের তরফে শুভেচ্ছা জানাই।
এমনিতেই পুজোর মরসুম। শহরজুড়ে ঠাকুর দেখার ঢল নেমেছে। প্রত্যেকেই নিজের প্রিয় মানুষ, পরিবারের সাথে প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত। এরই মাঝে, প্রিয় দল ইস্টবেঙ্গলের প্রধান কোচ খোদ অস্কারের মেয়ের নাম দেবী দুর্গার নামে রাখা হয়েছে এমনটা জেনে আপ্লুত ভক্তরা। তাদের একাংশের দাবি, ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকেই তিনি বাংলার সংস্কৃতির সাথে মিশে গিয়েছেন। তাঁর কাছে দুর্গাপুজোর একটা আলদা মাহাত্ম্য আছে। আমার ওনার এমন সিদ্ধান্তে খুব খুশি।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের সাথে দূরত্ব বাড়ছে ইমামির! ময়দানে ছড়াল গুঞ্জন
উল্লেখ্য, অস্কার যখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরার কোচ, তখনই পৃথিবীর আলো দেখেছিল উমা। আগামী 8 নভেম্বর দু বছরে পা পড়বে অস্কারের ছোট্ট উমার। যদিও, খেলাধুলার জগত থেকে পরিবারকে দূরেই রাখেন ইস্টবেঙ্গল কোচ। বেশিরভাগ সময় তাঁর গলাতে শুধুই ফুটবলের প্রসঙ্গই উঠে আসে। তবে পুজোর আবহে আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি পিভি বিষ্ণুদের কোচ। এর আগে তিনি জানিয়েছিলেন, মেয়ের জন্মের পর তাঁরা ঠিক করে নিয়েছিলেন, মেয়ের জন্য ভারতীয় নামই বেছে নেবেন।