হ্যাক করে স্টেডিয়ামের লাইট বন্ধ করে দিয়েছিলাম! IPL নিয়ে আজগুবি গল্প শোনালেন পাক মন্ত্রী

Published:

Pakistan allegedly turned off the lights of the Indian stadium during the IPL 2025!
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মূলত বেয়াক্কেলে ও বেফাঁস মন্তব্যের জন্যই বিশ্ববাসীর কাছে পরিচিত পাকিস্তানের (Pakistan) মন্ত্রী থেকে শুরু করে সাংসদরা। বছরের বিভিন্ন সময়ে প্রধানত ভারতকে টার্গেট করেই একের পর এক কুমন্তব্যের মাধ্যমে নিজেদের শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেন পাক মন্ত্রীরা।

সম্প্রতি সেই নিয়মই ধরে রাখলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন ওই পাক মন্ত্রী। তাঁর প্রধান বক্তব্য ছিল, দূর থেকেই নাকি ভারতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ করার ক্ষমতা রয়েছে পাকিস্তানের! জেনেও হাসি পাচ্ছে তাই তো?

ঠিক কী বলেছিলেন পাক মন্ত্রী?

সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংসদে বক্তব্য রাখতে গিয়ে এক অদ্ভুত মন্তব্য করেছেন। তিনি বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন পাকিস্তানি সাইবার যোদ্ধারা নাকি দেশে বসেই ভারতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট হ্যাক করেছিল। শুধু তাই নয়, ওই পাক মন্ত্রীর দাবি, ভারতের বাঁধ নিয়ন্ত্রণকারী সিস্টেমেরও নাকি অ্যাক্সেস পেয়ে গিয়েছেন তাঁরা! তাঁর বক্তব্য ছিল, আমাদের বাচ্চারা এই কাজ করে দেখিয়েছে।

পাকিস্তানের যুদ্ধ বিমানের কেরামতিতে নাকি অবাক গোটা বিশ্ব!

সংসদে বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে আজগুবি সব রচনা আওড়ানোর পাশাপাশি এদিন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন, যেসব দেশ আমাদের যুদ্ধবিমান দিয়েছে, তারাও অবাক! তারা জানতে চাইছে কী করে এমন কামাল দেখাল পাকিস্তান? এগুলোতে আদতে কী রাখা হয়েছে? পাক মন্ত্রীর বক্তব্য ছিল, যারা এই বিমান দিয়েছে তারাও নাকি সেই বিমানের প্রযুক্তি সম্পর্কে জানে না! আর এমন তথ্য প্রমাণহীন মন্তব্যের পরেই নানা মহলে হাসির খোরাক হয়েছেন পাকিস্তানের ওই প্রতিরক্ষা মন্ত্রী।

 

অবশ্যই পড়ুন: তৈরি হবে মহিলা দল, ক্লাবের মাঠেই ফিরবে বাগানের ম্যাচ! দায়িত্ব পেতেই লক্ষ্য বাঁধলেন সৃঞ্জয় বসু

ফ্লাডলাইট বন্ধের আসল কারণ

জানিয়ে রাখি, ভারত-পাক সংঘর্ষ চলাকালীন ধরমশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে আচমকা বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের ফ্লাডলাইট। কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেল, ম্যাচের 11 তম ওভারে মূলত প্রযুক্তিগত ও কারিগরি ত্রুটির কারণে স্টেডিয়ামের লাইটটি নিভে গিয়েছিল, এমনটাই মনে করা হয় প্রাথমিকভাবে।

তবে পরবর্তীতে জানা যায়, বিমান হামলার আশঙ্কায় ফ্লাডলাইটি নিভিয়ে দেওয়া হয়েছিল। এরপরই ক্রিকেটার থেকে শুরু করে দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্টেডিয়াম খালি করার বিষয়টি এখন সর্বজনবিদিত। তবে সে সব নিয়ে এখন নতুন আজগুবি গল্প জুড়েছে পাকিস্তান!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join