বিদেশি কোচের টাকা মেরেছে পাকিস্তান! অভিযোগ উঠতেই আসল রূপ দেখাল PCB

Published on:

pakistan team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময়ের মাঝে নতুন বিতর্কে জড়ালো পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) বিরুদ্ধে অভিযোগ, বিদেশি কোচের প্রাপ্য অর্থ আটকে রাখার। রিজওয়ানদের জাতীয় টেস্ট দলের প্রাক্তন কোচের বক্তব্য, পিসিবি তাঁর প্রাপ্য অর্থ আটকে রেখেছে। যদিও জেসনের অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট।

ঠিক কী জানিয়েছেন ওই বিদেশি কোচ?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রাপ্য বেতন না দেওয়ার অভিযোগ তুলেছেন গিলেসপি। এ বিষয়ে তিনি বিশেষ কিছু বলতে চাননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশি কোচ জানিয়েছিলেন, আমি বিস্তারিতভাবে কিছু বলতে চাই না। শুধুমাত্র অপেক্ষা করছি।

প্রাপ্য পারিশ্রমিক বাবদ বেশ কিছু টাকা এখনও পাওনা রয়েছে আমার। এই ঘটনা সত্যিই হতাশাজনক। আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যাটি মিটে যাবে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বিদেশি কোচ গিলেসপির প্রাপ্য অর্থ আটকে রেখেছে পিসিবি। যদিও পাওনার পরিমাণ জানাননি তিনি।

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের দাবি উড়িয়ে দিয়েছে পিসিবি

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের প্রাক্তন কোচ গিলেসপির বিস্ফোরক অভিযোগ একেবারেই আমলে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক বোর্ডের তরফে প্রতিক্রিয়া হিসেবে জানানো হয়, ওই ব্যক্তি আমাদের কাছে কোনও রকম টাকা পাবেন না। বোর্ড কোনও বকেয়া রাখেনি। সম্প্রতি এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, PCB ওই ব্যক্তির দাবি প্রত্যাখ্যান করছে।

জানা যায়, পাল্টা ওই অজি তারকার বিরুদ্ধে অভিযোগ জানায় পিসিবি। বাবর আজমদের বোর্ডের তরফে জানানো হয়, ওই ব্যক্তি চুক্তি ভঙ্গ করেছেন। চার মাসের নোটিস না দিয়েই হঠাৎ করে দায়িত্ব ছেড়ে দেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, ওই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সাথে বোর্ডের যে চুক্তি হয়েছিল তাতে স্পষ্ট লেখা ছিল, দুইপক্ষকেই চার মাসের নোটিস দিতে হবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগে।

অবশ্যই পড়ুন: জোড়া ধাক্কা! ভারত ব্যবসার রাস্তা বন্ধ করতেই কার্গো বিমানের ভাড়া দ্বিগুণ বাংলাদেশে

তবে পিসিবি বলছে, সবটা জানা সত্ত্বেও গিলেসপি কিছু না জানিয়েই দায়িত্ব থেকে সরে যান। ওই কোচের সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে বলেও জোরালো দাবি জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড। বলা বাহুল্য, শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের আগে পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান গিলেসপি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥