ভারত WCL সেমিফাইনাল না খেলায় চরম অপমানিত PCB! এবার নিল বিরাট সিদ্ধান্ত

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রক্ত আর জল একসাথে বইতে পারে না, এমন দাবি তুলেই প্রতিবার পাকিস্তানের সিন্ধু জল বন্টন চুক্তি পুনর্বহালের আবেদন নস্যাৎ করেছে ভারত। এবার সেই একই সূত্র ধরে, সন্ত্রাসের পাশাপাশি ক্রিকেট চালিয়ে যেতে রাজি হননি, ভারতীয় কিংবদন্তিরা।

মূলত সেই কারণেই, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাতিল করার পাশাপাশি সেমিফাইনালেও একই অবস্থানে অনড় থেকে গোটা টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছিল ইন্ডিয়া চ্যাম্পিয়নস। এরই মাঝে এবার শিখর ধাওয়ানদের এমন সিদ্ধান্তকে নিশানা করে বড়সড় পদক্ষেপ নিয়ে বসলো পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বড় সিদ্ধান্ত পাক ক্রিকেট বোর্ডের

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের সূচি অনুযায়ী, গত 31 জুলাই বার্মিংহামে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত পাকিস্তান দুদলের কিংবদন্তিদের। তবে, গ্রুপ পর্বের মতোই পাকিস্তানের সাথে সেমিফাইনাল খেলতে না করে দেন যুবরাজ সিংরা। শুধু তাই নয়, গোটা টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নেয় ভারত।

আর এমন ঘটনায় চরম অপমানিত পাকিস্তান ক্রিকেট বোর্ড। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ভারতের মুখোমুখি হতে না পেরে শেষ পর্যন্ত প্রাইভেট লিগ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। রিপোর্ট বলছে, গত বৃহস্পতিবার WCL সেমিফাইনালের বিষয়টি নিয়ে আলোচনার পরই পাক বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এরপর থেকে আর কোনও বেসরকারি লিগে দেশের নাম অর্থাৎ পাকিস্তান নামটি ব্যবহার করতে পারবে না দল। বরং অন্য নাম নিয়েই খেলতে হবে ক্রিকেটারদের।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: দুর্গা পুজোর আগেই বড় উপহার দিতে পারে RBI, বিরাট চাপ কমবে মধ্যবিত্তদের

প্রসঙ্গত, বিশ্ব লেজেন্ডস লিগের ময়দানে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে শিখর ধাওয়ান থেকে শুরু করে যুবরাজ সিং, হরভজন সিংরা বুঝিয়ে দিয়েছিলেন, সবার আগে দেশ। সন্ত্রাসের পাশাপাশি খেলাধুলা অব্যাহত থাকতে পারে না। আর সে কারণেই প্রথমে গ্রুপ পর্বের ম্যাচ এবং পরে সেমিফাইনাল থেকেও মুখ ফিরিয়ে নেয় ভারত।

আর তাতেই আঁতে ঘা লেগেছে পাক বোর্ডের। রিপোর্ট অনুযায়ী, PCB-র স্পষ্ট বক্তব্য, WCL এ পাকিস্তান নাম ব্যবহার করায় যথেষ্ট অপমানিত হয়েছে দেশ! তাই আগামী দিনে এই নাম প্রাইভেট লিগে ব্যবহার করা যাবে না। যদিও আজ অর্থাৎ শনিবার, পাকিস্তান চ্যাম্পিয়নস নাম নিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বেন পাক কিংবদন্তিরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥