আর কত নিচে নামবে পাকিস্তান? BCCI-কে ফাঁপরে ফেলতে বিরাট ষড়যন্ত্র PCB-র!

Published on:

Pakistan Cricket Board has big plans amid Asia Cup 2025 uncertainty

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত বছরগুলিতে ভারতকে ফাঁপরে ফেলতে কম ষড়যন্ত্র করেনি পাকিস্তান! যার প্রমান, পুলওয়ামা থেকে পহেলগাঁও সবই। তবে ক্রিকেটীয় সম্পর্কেও পাকিস্তান (Pakistan Cricket Board) যে এতটা নির্দয় হবে সে কথা হয়তো কল্পনাও করতে পারেননি অনেকেই!

আসলে গত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে পাকিস্তানে ভারতীয় দল পাঠায়নি BCCI। মূলত সেই ক্ষোভ থেকেই এবার নাকি এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপে ফেলতে বিরাট ষড়যন্ত্র করছে PCB!

এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা

ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরেছিল আগেই। তবে পহেলগাঁও জঙ্গি হামলার পর অন্যান্য সব ক্ষেত্রের পাশাপাশি ক্রিকেটেও চিড় খাওয়া সম্পর্ক আরও কিছুটা চওড়া হল! আসলে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে ভারত।

তবে টুর্নামেন্টটি এদেশে আয়োজিত হলে পাকিস্তান দল যে খেলতে আসবে না সে কথা বহু আগেই জানিয়ে দিয়েছিল পাক বোর্ড। ফলত, দুই দেশের মধ্যে চলমান অস্থিরতাকে মাথায় রেখেই হাইব্রিড মডেলের পথে হাঁটতে চেয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আর সে সবের মাঝেই বড়সড় পরিকল্পনা নিয়ে ফেলল পাক ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের বড় পরিকল্পনা

জানা যাচ্ছে, এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তার ফাঁকেই এবার নাকি ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে মন দিয়েছে পাকিস্তান। বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নীরবতার পর, পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি আফগানিস্তান ক্রিকেটের সাথে আলোচনা শুরু করেছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

তবে সূত্রের খবর, পাকিস্তানের এমন পরিকল্পনা তখনই সম্ভব হবে, যদি এশিয়া কাপ বাতিল হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেল, সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা যেহেতু একেবারে নগণ্য, তাই সেই সুযোগ নিয়েই এবার ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়ে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সূত্র বলছে, শেষ পর্যন্ত এশিয়া কাপ যদি সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত হয়ে যায়, সেক্ষেত্রে আগামী আগস্ট মাসে দুবাইয়ের মাঠে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে পাকিস্তান। তবে বেশ কয়েকটি প্রতিবেদন এও বলেছে যে, চরম অনিশ্চয়তার মাঝে শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে এশিয়া কাপ 2025।

অবশ্যই পড়ুন: বাংলাদেশে কবিগুরুর বাড়িতে ভাঙচুর, ভারত চাপ দিতেই অ্যাকশনে ইউনূস প্রশাসন

এশিয়া কাপের ভবিষ্যৎ ঠিক করতে সভা ডাকবেন নকভি?

বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, শেষ পর্যন্ত যদি এশিয়া কাপ বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড মনেপ্রাণে চায়, সংযুক্ত আরব আমিরশাহী ও আফগানিস্তানের সাথে একটি ত্রিদেশীয় সিরিজ খেলুক পাকিস্তান দল। তবে সেসবের আগে নাকি এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ করতে একটি গুরুত্বপূর্ণ সভা ডাকতে পারেন পাক ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি।

সঙ্গে থাকুন ➥