বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের এ যাত্রায় জায়গা হয়নি ভারতের। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম সিরিজ ও পরবর্তীতে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রায় লজ্জার হার, সবমিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া।
তাই আসন্ন জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের লর্ডসে। তবে এ মরসুমে না হলেও আসন্ন 2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (2027 WTC Final) আয়োজনের সুযোগ রয়েছে ভারতের। মনে করা হচ্ছে, শীঘ্রই এই ফাইনাল আয়োজনের জন্য বিড করবে BCCI। তবে সেই রাস্তায় আপাতত কাঁটা পাকিস্তান!
ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে যাত্রা
আসন্ন জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংলিশদের দেশে পাড়ি দেবে ভারতীয় ক্রিকেট দল। যদিও সেই সফর শুরুর প্রাক্কালে অবসরের সিদ্ধান্ত নিয়ে বোর্ডকে বড় ধাক্কা দিয়েছেন রোহিত শর্মা। একই পথে হেঁটে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে আপাতত ঝুলে রয়েছেন কোহলিও। এমতাবস্থায়, ইংলিশ বাহিনীর বিপক্ষে সিরিজ শুরুর আগেই বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছে বোর্ড।
কেননা, রোহিত এবং বিরাট দুজনেই বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন, এহেন আবহে দুই তারকার অনুপস্থিতে বিদেশের মাটিতে যথেষ্ট সমস্যায় পড়বে দল। তাছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এই 5 টেস্টের সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু করবে ভারতীয় দল। যার ফাইনাল 2027-এ।
2027 WTC ফাইনাল আয়োজনে ভারতের সমস্যা পাকিস্তান!
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, গতমাসেই জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হওয়া ICC চিফ এক্সিকিউটিভদের কমিটি বৈঠকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। শোনা যায়, শীঘ্রই 2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য বিড করবে ভারত। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা জানিয়েছেন, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠে, সেক্ষেত্রে ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতে।
অবশ্যই পড়ুন: নেতৃত্ব ফিরে পেতে চেয়েছিলেন বিরাট! আশা পূরণ না হওয়ায় অবসর? প্রকাশ্যে আরও দুই চাঞ্চল্যকর তথ্য
আর এই খবর দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের। কিন্তু যদি কোনও দুই দল একসাথে ফাইনালে ওঠ সেক্ষেত্রে ফাইনাল আয়োজনের ক্ষেত্রে পিছু হটতে হবে ভারতকে। আর এখানেই উঠছে পাকিস্তানের প্রসঙ্গ! বিশেষজ্ঞরা বলছেন, কোনও প্রকারে যদি ভারতের সাথে সাথে পাকিস্তানও ফাইনালে উঠে যায়, তবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সংঘর্ষের কারণে 2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতে হওয়ার কোনও সম্ভাবনা নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |