বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 মহিলা বিশ্বকাপের (2025 Women’s World Cup) টিকিট পেয়ে গেল পাকিস্তান। বৃহস্পতিবার দুর্বল থাইল্যান্ডের বিরুদ্ধে জয় নিশ্চিত করতেই 1 ম্যাচ হাতে রেখে আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পাক মহিলা দল। সূত্রের খবর, একই আসরে জায়গা পাকা করার সুযোগ ছিল বাংলাদেশেরও। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে কোয়ালিফায়ার ম্যাচে পরাস্ত হয়ে আপাতত ছিটকে গিয়েছে ওপার বাংলার দল। চমক দেখিয়েছে পাকিস্তানের নারীরা। তবে পাক ক্রিকেটারদের সাফল্যের মাঝে বড়সড় ক্ষতির আভাস পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
থাইল্যান্ডকে গুঁড়িয়ে বড় সাফল্য পাকিস্তানের
2025 মহিলা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে দুর্বল থাইল্যান্ডের বিরুদ্ধে টস ভাগ্য ফেরায় ব্যাট করতে আসে পাকিস্তান। প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে রুখে দাঁড়িয়ে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটের বিনিময়ে 205 রান তোলে পাকিস্তানের মেয়েরা। জবাবে ব্যাট করতে আসা থাইল্যান্ড 34.4 ওভারে মাত্র 118 রানে গুঁড়িয়ে যায়। যার জেরে 87 রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে পাকিস্তান মহিলা ব্রিগেড।
বিরাট ক্ষতি হবে ভারতের!
2025 মহিলা বিশ্বকাপের টিকিট পাকা হয়েছে পাকিস্তানের, এর অর্থ ভারতের মাটিতে বিশ্বকাপের সব ম্যাচ আয়োজন করা যাবে না। কারণটা বর্তমানে সর্বজনবিদিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আগেই নিশ্চিত করেছে, ভারতের পাশাপাশি পাকিস্তানের প্রতিবেশী দেশের মাটিতে কোনও রকম ICC ইভেন্টে অংশ নেবে না। এক কথায়, ভারতের মাটিতে কোনও ক্রিকেট টুর্নামেন্ট খেলতে নামবে না তারা।
অবশ্যই পড়ুন: দুর্দশার মাঝে এবার ইস্টবেঙ্গলের ঘর ভাঙছে মোহনবাগান! সবুজ মেরুনে যেতে পারেন বিষ্ণু
এদিকে 2025 মহিলা বিশ্বকাপের আয়োজক BCCI। কাজেই, পাকিস্তান মহিলা দল বিশ্বকাপে জায়গা করায় এবার টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের। সূত্রের খবর, পাকিস্তান মহিলা দল ছাড়া বাকি সব দলের ম্যাচই আয়োজিত হবে ভারতে। শুধু পাক নারী বাহিনীর ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ কেন্দ্রে। এখানেই শেষ নয়, পাকিস্তান যদি শেষ পর্যন্ত ফাইনালে ওঠে, তবে সেই মহাযুদ্ধও আয়োজিত হবে ভারতের বাইরে। যা ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য যথেষ্ট ক্ষতির বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |