বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়ে খাঁদের কিনারায় দাঁড়িয়েছিল পাকিস্তান(Pakistan), শেষ ধাক্কাটা এলো রবিতেই। আয়োজক দেশ হিসেবে 8 বছর পর চ্যাম্পিয়নস ট্রফিতে জয়ের পতাকা উত্তোলন করার আশা নিয়ে শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে খালি হাতেই। মরুদেশের মহারণে যে আশঙ্কাটা জিইয়ে রেখেছিল পাকিস্তান, ম্যাচ শেষে তাতেই পড়ল সিলমোহর। রোহিত শর্মা বাহিনীর কাছে প্রত্যাশিত হারের পর এবার কোন পথে যাবে ভারতের পশ্চিম দিকের দেশ?
শুরুর দিকে বিচক্ষণতার সাথে ব্যাটিং করে পাকিস্তান
দলে নেই তাবড় তারকা ফখর জামান। তাই বিকল্প আরেক পাক ওপেনার ইমাম উল হক। রবিবার দুবাইয়ের মাঠে তাঁকেই ভারতের বিপক্ষে ওপেনিং করতে নামিয়েছিল পিসিবি। তবে ভারতের হাতে বধ হওয়ার দেওয়াল লিখন হয়তো আগেই পড়ে ফেলেছিলেন তিনি। অক্ষরের বলে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন ইমাম উল। এদিন একই পথ ধরে মাঠ ছেড়েছিলেন বাবারও। ভরসা ছিল সৌদ শাকিল ও অধিনায়ক রিজওয়ানের ওপর।
রবিবার দলের সেই ভরসার জায়গা অখন্ড রেখেছিলেন দুজনেই। এদিন পাক অধিনায়কের ব্যাট থেকে 77 বলে 46 রানের যোগদান পেয়েছিল পাকিস্তান। অন্যদিকে হাফ সেঞ্চুরির গন্ডি টপকে 62 রান তুলেছিলেন শাকিলও। তবে এই দুই খেলোয়াড়ের পর একপ্রকার খেই হারায় পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত লক্ষ্যটা কিছুটা উঁচুতে বাঁধতে চেয়েছিলেন পাক তারকা খুশদিল শাহ। তবে শেষ পর্যন্ত তাকেও ড্রেসিংরুমে ফেরায় ভারত। পাকিস্তানের হম্বিতম্বি শেষ হয় 241 এ।
14 হাজারের মাইলফলক ছুঁয়ে ফেললেন বিরাট
শনিবার নির্ধারিত সময়ের 90 মিনিট আগে করা অনুশীলন সফল হয়েছে। মরুদেশে পছন্দের ফরম্যাটে পাকিস্তানকে জোরালো জবাব দিয়েছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। রবিবার অধিনায়ক রোহিত মাঠ ছাড়তেই বিরাটের অঙ্গভঙ্গি দেখে বোঝাই গিয়েছিল পাক খেলোয়াড়দের চোখের জলের কারণ হতে পারেন তিনি। আর সেটাই ঘটেছে। ব্যাটে ঝোড়ো হাওয়া তুলে পাকিস্তানের বিরুদ্ধে শুধুই সেঞ্চুরি করেননি বিরাট, দীর্ঘদিন ধরে চলা অপবাদের মুখেও আগুন দিয়েছেন জাতীয় দলের 18 নম্বর জার্সি।
আর সেই সাথেই ওয়ানডে ফরম্যাটে নিজের 14 হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন কোহলি। বলা বাহুল্য, বিশ্বের 3 নম্বর ব্যাটার হিসেবে এই বিশাল রানের পাহাড় গড়েছেন বিরাট। ভারতীয় হিসেবে কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের পরেই দ্বিতীয় ভারতীয় হিসেবে 14 হাজারের খাতায় নাম তুলেছেন তিনি।
সব অস্ত্রই কাজে এসেছে ভারতের
রবিবার চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের বিপক্ষে বল হাতে মাঠে নামার আগে ভারতের লক্ষ্য ছিল প্রথম কয়েক ওভারেই রিজওয়ানদের উইকেটে দখল জমান। আর সেই লক্ষ্যে পা বাড়িয়েই প্রথম সাফল্য আসে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাত ধরে। এরপর একে একে রবীন্দ্র জাদেজা ও হর্ষিত রানার দাপুটে বোলিংয়েও ঘায়েল হয় পাক তারকারা। তবে ম্যাচের প্রথমার্ধে সকলকে চমকে দিয়ে ঘুর্নির ঝড় তোলেন কুলদীপ যাদব।
এদিন আলোচনার আড়ালে থেকে পাকিস্তানের 3 উইকেট ভেঙেছিলেন ভারতীয় তারকা। বলে রাখি, রবিবার জাদেজা ও হর্ষিতের পাশাপাশি অক্ষর প্যাটেলও একটি উইকেট তোলেন। তবে দুঃখের বিষয়, ওপার বাংলার ম্যাচের নায়ক মহম্মদ শামির হাতে এদিক একটি উইকেটও ওঠেনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও এদিন জলবা দেখিয়েছে ভারত। বের হয়ে শুরুটা রোহিত ও শুভমনের হাত ধরে হলেও মিডিল অর্ডারে দাপট দেখিয়েছেন কোহলি ও আইয়ার।
এদিন শ্রেয়সের হাত ধরে 56 ও বিরাটের ব্যাটে 100 উপহার পেয়েছিল ভারত। বলা বাহুল্য, রবিবার ম্যাচের রাশ নিজের হাতে রেখে পাকিস্তানের ঘাড়ে ছুরি বসিয়েছেন কোহলি। সেই সাথে নিজের হাতে স্ট্রাইক রেখে বহু প্রতীক্ষিত শতরানে থাবাও বসিয়েছেন বিরাট। যার জেরে 45 বল বাঁচিয়ে পাকিস্তানকে মাঠ ছাড়া করে ভারত। জয় হয় রোহিত বাহিনীর।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট সিদ্ধান্ত কোহলির, চাপে পড়বেন বাবররা
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |