এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের জের, ২২০০০০০০০০ টাকা ক্ষতির মুখে পাকিস্তান

Published on:

Pakistan will lose Rs 220 crore if India withdraws from 2025 Asia Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন সেপ্টেম্বরে আয়োজিত হতে যাওয়া এশিয়া কাপ (2025 Asia Cup) থেকে নাম প্রত্যাহার করতে চলেছে ভারত। সূত্রের খবর, ইতিমধ্যেই মহিলা এমার্জিং এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে মৌখিকভাবে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শুধু মহিলাদের প্রতিযোগিতাই নয়, পুরুষদের আসন্ন টুর্নামেন্টেও নামবে না ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেই মতোই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে গোটা বিষয়টি জানিয়ে দেবে BCCI। পরিস্থিতি যখন এমন ঠিক সেই আবহে প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত ভারত যদি এশিয়া কাপে না নামে, সেক্ষেত্রে কত টাকার আর্থিক ক্ষতি হতে পারে পাকিস্তানের?

সে ক্ষেত্রে বলি, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর কথা জানানো হয়নি, তবে সূত্রের যা দাবি তাতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে থাকায় শীঘ্রই এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করবে ভারত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারত সরে দাঁড়ালে বড় ক্ষতি হবে পাকিস্তানের

জানিয়ে রাখি, ICC বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যেকোনও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলি লাভের অঙ্ক পেয়ে থাকে। বর্তমানে এশিয়া কাপের সম্প্রচারসত্ব রয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্কের কাঁধে। গত 2024 সালে দীর্ঘ 8 বছরের জন্য 1453 টাকা খরচ করে এই সম্প্রচার সত্ব কিনে নিয়েছে তারা। ফলত, সোনি স্পোর্টসের কাছে থেকে মোটা টাকা পাওয়ার পরও স্পনসর থেকে আরও কিছু অর্থ পেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

সেই হিসেবে, মোট লাভের অন্তত 25 শতাংশ নিজেদের কাছে রেখে দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাকি 75 শতাংশ অর্থ কাউন্সিলের পূর্ণ মেয়াদের 5 সদস্য অর্থাৎ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেই সূত্রে, কাউন্সিলের দেওয়া অর্থের ভাগ থেকে 15 শতাংশ করে পেয়ে থাকে দলগুলি। জানা যাচ্ছে, এবার ভারত যদি এশিয়া কাপ থেকে সরে দাঁড়ায় তবে খুব সম্ভবত সম্প্রচার সত্ব কমানোর দাবি জানাবে সোনি।

কেননা, ICC ইভেন্ট হোক কিংবা এশিয়া কাপের ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ না হলে ম্যাচ দেখার আগ্রহ থাকে না অনেকেরই। এদিকে আবার কাউন্সিলের বেশিরভাগ স্পনসারই ভারত থেকে যায়। সবমিলিয়ে, ভারত যদি এশিয়া কাপ থেকে সরে দাঁড়ায় তবে পাকিস্তানের আর্থিক ক্ষতির পরিমাণ দিয়ে দাঁড়াবে 220 কোটি টাকায়। আর সেই কারণেই বাধ্য হয়ে এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

অবশ্যই পড়ুন: জাতীয় দলের এই ফুটবলারকে সই করাতে লড়াই ইস্টবেঙ্গল, মোহনবাগানের! ভাগ্য ফিরবে কার?

যদিও, সূত্র বলছে, পাকিস্তানের সাথে আপাতত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করবে ভারত। সেই সূত্রেই খুব শীঘ্রই বোর্ডের তরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নাম প্রত্যাহারের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যদিও ইতিমধ্যেই নাকি বোর্ডের তরফে মহিলাদের প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের খবর কাউন্সিলকে মৌখিকভাবে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group