চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যাওয়ার জের, ভারতকে শিক্ষা দিতে বিরাট ষড়যন্ত পাকিস্তানের

Published on:

india pakistan champions trophy

কলকাতাঃ বিসিসিআইয়ের তরফে আইসিসিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে পাকিস্তানে যাচ্ছে না। আর এরপরই ভারতের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রে নামছে পাকিস্তান। একদিকে তাঁরা BCCI-র বিরুদ্ধে আদালতে যাচ্ছে, অন্যদিকে তাঁরা ভারতে অলিম্পিক্স আয়োজনেরও বিরাধিতায় নামতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে ভারতের তরফে ২০৩৬ সালে দেশের মাটিতে অলিম্পিক্স আয়োজন করার লক্ষ্য রাখা হয়েছে। এমনকি ভারতের তরফে এই বিষয়ে অলিম্পিক্স কমিটির সঙ্গে আলোচনাও চলছে বলে খবর। আর এবার ভারতের এই প্রয়াসে বাধা হয়ে দাঁড়াবে পাকিস্তান। এমনটাই দাবি পড়শি দেশের এক সংবাদমাধ্যমের।

বিস্ফোরক পাকিস্তানের সংবাদমাধ্যম

পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, ভারত যতদিন না পাকিস্তানে খেলতে যাচ্ছে, ততদিন পাকিস্তানও ভারতের সঙ্গে কোনও খেলাই খেলবে না। এমনকি পাকিস্তানের সরকারের পক্ষ থেকে ভারতে অলিম্পিক্স আয়োজনেরও বিরোধিতা করা হবে বলে জানানো হয়েছে। এর জন্য তাঁরা আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির দ্বারস্থ হবে। পাকিস্তান দাবি করেছে যে, ভারত খেলাধুলাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টায় আছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ

উল্লেখ্য, এ বছরের অক্টোবর মাসে ভারতের তরফে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে লিখিত ভাবে দেওয়া চিঠিতে দেশে অলিম্পিক্স গেমসের আয়োজন করার ইচ্ছে প্রকাশ করা হয়েছে। আর এই নিয়ে প্রস্তুতিতেও নেমেছে ভারত। তবে এখনও পর্যন্ত নিশ্চিত না যে ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স হচ্ছে। এই নিয়ে এখনও কাঠখড় পোড়ানো বাকি। ওই বছরই নিজেদের দেশে অলিম্পিক্স আয়োজন করার অনুমতি চেয়েছে তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মিশর, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কাতার ও সৌদি আরবও। তাই ভারতের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জও।

২০৩৬-র অলিম্পিক্স আয়োজিত হবে ভারতে?

আগামী দুটি অলিম্পিক্স গেমসের আয়োজন কোথায় হবে, তা ঘোষণাও হয়ে গিয়েছে। ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস ও ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে অলিম্পিক্সের আয়োজন হতে চলেছে। ২০৩৬ এর অলিম্পিকস কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৩৬ সালে গুজরাটের আহমেদাবাদে অলিম্পিকস আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এও বলেছেন যে, ‘এটা ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন, আমরা এই নিয়ে কোনও খামতি রাখব না।’ তবে তাঁর আগে পাকিস্তান এই বিষয়ে বাঁ হাত দিতে পারে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group