দোকান থেকে ব্যাট নিয়ে পলাতক পাকিস্তানি ক্রিকেটার

Published:

Pakistani cricketer accused of theft
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে ধারাবাহিক পরাজয় ছাড়াও অতি সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম 2 আসরেই গো হারা হেরেছে গ্রিন আর্মি। এমতবস্থায়, দলের দুঃসময়ে এক পরিচিত পাক তারকার (Pakistani Cricketer) বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আমেরিকার নিউ জার্সির একটি দোকান থেকে নাকি ব্যাট চুরি করে পালিয়েছেন ওই পাকিস্তানি খেলোয়াড়!

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে বিরাট অভিযোগ..

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আমেরিকার নিউ জার্সির একটি দোকান থেকে 3টি ক্রিকেট ব্যাট কিনেছিলেন ওই পাকিস্তানি ক্রিকেটার। তবে পরবর্তীতে নাকি ওই দোকানদারকে ব্যাটগুলির প্রাপ্য মূল্য না দিয়েই পাকিস্তানে পালিয়ে এসেছেন তিনি! হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি পোস্টে তেমনটাই দাবি করা হচ্ছে।

ভাইরাল পোস্ট মারফত খবর, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমেরিকায় থাকাকালীন পাকিস্তানি ক্রিকেট দলের ওই সদস্য তথা তাবড় ক্রিকেটার আমেরিকার এক দোকানির কাছ থেকে 3টি ব্যাট কিনেছিলেন। তবে পরবর্তীতে নাকি ওই দোকানদারের ব্যস্ততার সুযোগ নিয়ে ব্যাট 3টি বগলদাবায় করে চম্পট দেন ওই পাক তারকা।

সূত্র বলছে, আমেরিকার ওই দোকানের তরফে পাকিস্তানি ক্রিকেটারকে ফোন করা হলে তিনি নাকি তাঁর কলের কোনও উত্তর দেননি। আর এই ঘটনার প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচিত হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়াকিবহাল মহলের দাবি, এই ঘটনা যদি সত্যি হয়, সেক্ষেত্রে তা পাকিস্তান ক্রিকেটের জন্য সত্যিই অসম্মানের।

প্রসঙ্গত, গতবারের ICC টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ ফর্ম নিয়ে কার্যত ধুঁকছিল পাকিস্তান। সেবার আমেরিকার মতো নতুন দলের কাছেও পরাস্ত হয়েছিল ভারতের পশ্চিম দিকের দেশের ক্রিকেটাররা। আর সে বারই নিউইয়র্কে 20 ওভারের বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়ে গো হারা হেরেছিল পাকিস্তান।

অবশ্যই পড়ুন: লটারিতে কোটিপতি হওয়ার সুযোগ! মার্চের শেষ সপ্তাহে ৭ রাশির ভাগ্য বদল

উল্লেখ্য, সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের একটি ম্যাচেও জয় তুলতে পারেনি আয়োজক পাকিস্তান। তাছাড়াও অতি সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই বড় পরাজয় দেখেছে সালমান আগার দল। যদিও সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে 9 উইকেটে জয় তুলেছে পাক শিবির।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join