লাগাতার হারের জের, বাবর-রিজওয়ানদের বেতনে কোপ বসাতে পারে PCB

Published:

Pakistani Cricketers Pay Cut New update PCB may take Big step
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময় কাটাচ্ছে পাকিস্তান। সে কথা বোধহয় আলাদা করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। কারণ বিগত দিনগুলিতে পাকিস্তানের লজ্জার হার প্রমাণ করেছে গ্রিন আর্মি কতটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে মোট 28টি ম্যাচ খেলেছে পাকিস্তান। যার মধ্যে 18টিতেই হারতে হয়েছে তাদের। জয় এসেছে মাত্র 10 ম্যাচে। ক্রিকেট পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ পারফরমেন্সের কারণে পরাজয়কে সামনে রেখে এবার শাস্তি পেতে পারেন পাক ক্রিকেটাররা। বেতন কাটা হতে পারে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের।

কঠোর হতে পারে পাক ক্রিকেট বোর্ড

OneCricket-র রিপোর্ট বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ পারফরমেন্সের কারণে এবার ক্রিকেটারদের পকেটে কোপ দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আপাতত যা খবর, এতদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লভ্যাংশ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে অর্থ পেতে তারই 3 শতাংশ দেওয়া হতো খেলোয়াড়দের।

তবে বিগত দিনগুলিতে খারাপ খেলার কারণে, এবার পাক ক্রিকেটারদের সেই অর্থ বন্ধ করা হতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা পাকিস্তানি ক্রিকেটাররা এবার থেকে আর সেই অর্থ পাবেন না বলেই খবর। তবে অবসরের আগে পর্যন্ত বোর্ডের বেতন অব্যাহত থাকবে।

কবে থেকে বন্ধ হবে পাক ক্রিকেটারদের অতিরিক্ত আয়?

পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক নাকি জানিয়েছেন, এই মরসুমে অর্থাৎ এখনই পাকিস্তানি ক্রিকেটারদের টাকা কাটা হবে না। মূলত আইনি জটিলতা থাকায় আপাতত সেই অর্থ পাবেন তারা। তবে এবারই হয়তো শেষবারের মতো সেই অর্থ ঘরে তুলতে পারবেন খেলোয়াড়রা। অর্থাৎ বাবর, রিজওয়ানদের অতিরিক্ত আয়ের জায়গা শীঘ্রই বন্ধ হতে চলছে।

অবশ্যই পড়ুন: টানা ১৩ দিন ব্যান্ডেল-কাটোয়া শাখায় বাতিল একজোড়া লোকাল ট্রেন, জানাল পূর্ব রেল

উল্লেখ্য, বছর দুয়েক আগে বেতন বাড়ানোর দাবি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছিলেন পাক ক্রিকেটাররা। জানা যায় সে বছরই বাধ্য হয়ে ICC-র লভ্যাংশের 3 শতাংশ প্লেয়ারদের বেতন হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাক বোর্ড। তবে বিগত দিনগুলিতে দলের পারফরমেন্স ক্রমশ খারাপ হওয়ায় এবার ক্রিকেটারদের সেই অর্থ দেওয়ার কাজটা বন্ধ করতে পারে পাকিস্তান ক্রিকেট।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join